For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তা না শালীনতা! বেজায় মুশকিলে গঙ্গাসাগরের ড্রোন

নিরাপত্তা না শালীনতা, গঙ্গাসাগরের ড্রোন নিয়ে বেজায় মুশকিলে প্রশাসন। নিরাপত্তার খাতিরে, নজরদারির জন্য ড্রোন ওড়ানো হয়েছিল গঙ্গাসাগরে।

  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তা না শালীনতা, গঙ্গাসাগরের ড্রোন নিয়ে বেজায় মুশকিলে প্রশাসন। নিরাপত্তার খাতিরে, নজরদারির জন্য ড্রোন ওড়ানো হয়েছিল গঙ্গাসাগরে।
নিচু থেকে ছবি পাঠাবে সেটাই ঠিক ছিল। সূত্রের খবর অনুযায়ী, সোমবার জেলাশাসকের কাছে অভিযোগ আসে, ড্রোনে মহিলাদের স্নান দৃশ্য আর পোশাক পরিবর্তনের দৃশ্য ধরা পড়ছে সেখানে। প্রকাশিত খবর অনুযায়ী, পরে আরও ওপর দিয়ে ড্রোন ওড়ানোর নির্দেশ দেওয়া হয়।

নিরাপত্তা না শালীনতা! বেজায় মুশকিলে গঙ্গাসাগরের ড্রোন

গঙ্গাসাগরে নিরাপত্তার জন্য নজরদারি চালানো হচ্ছে বিভিন্নভাবে। ওড়ানো হয়েছে ড্রোন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে দেখাশোনা করা হচ্ছে বলে সূত্রের খবর। কিন্তু সেই ড্রোনেই উঠে আসছে হিলাদের স্নান দৃশ্য আর পোশা পরিবর্তনের দৃশ্য। ড্রোন যে কম উচ্চতায় উড়ছিল তা একটি স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসতেই তা প্রশাসনকে জানানো হয়।

জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, যাতে ভাল ছবি আসে তার জন্য ড্রোনগুলিকে নিচু দিয়ে ওড়ানো হচ্ছিল। কিন্তু সেখানে মহিলাদের পোশাক বদলের জন্য যে ঘরগুলো রয়েছে, তার কোনও ছাউনি নেই। জেলাশাসকের কাছে অভিযোগ আসতেই সেটিকে আরও ওপর দিয়ে ওড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সেই মতো চলে কাজ।

তবে যত নিচ দিয়ে ড্রোন উড়বে তত ভাল ছবি হবে, ড্রোনের এই রীতি ভেঙে ওপর দিয়ে তা চালানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
South 24 Parganas Dist administration puts several dromes for Gangasagar mela
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X