For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই দশম শ্রেণিরও ফলে সম্ভাব্য প্রথম সৌরিৎ সরকার, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কৃতীদের

সিবিএসই-র দশম শ্রেণিতে রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল সৌরিৎ সরকার। ডিপিএসের ছাত্র সৌরিতের প্রাপ্ত নম্বর ৪৯৬।

Google Oneindia Bengali News

সিবিএসই-র দশম শ্রেণিতে রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল সৌরিৎ সরকার। ডিপিএসের ছাত্র সৌরিতের প্রাপ্ত নম্বর ৪৯৬। ৫০০ মধ্যে ৪৯৯ পেয়ে চারজন প্রথম স্থান দখল করেছে সারা দেশের মধ্যে। তাদের থেকে মাত্র তিন নম্বর কম পেয়েছে সায়ন। রাজ্যের মধ্যে প্রথম হয়ে এই ফলে সে খুব খুশি। ছাত্রীদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে আফরিন হায়দার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিএসই-র সমস্ত কৃতীকে শুভেচ্ছা জানান।

সিবিএসই দশম শ্রেণিরও ফলে সম্ভাব্য প্রথম সৌরিৎ সরকার, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কৃতীদের

মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় যে সমস্ত পড়ুয়া দারুন ফল করেছে, যে সমস্ত পড়ুয়া উত্তীর্ণ হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাদের সবাইকে সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা। আর শুভেচ্ছা তোমাদের পরিবার ও শিক্ষকদেরও।

এবার সিবিএসই-তে ৮৬.৭০ শতাংশ পাস করেছে। ছাত্রদের টেক্কা দিয়ে ছাত্রীরা পাশের হারে যেমন এগিয়ে রয়েছে। তোমনই প্রথম স্থানাধিকারী চারজনের মধ্যে তিনজনই ছাত্রী। সেরা চার ছাত্রছাত্রী হল গুরগাওঁ ডিপিএসের প্রখর মিত্তল, শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ, কোচির ভবন বিদ্যালয়ার শ্রীলক্ষ্মী জি ও বীজনৌর আরপি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের তিনদিনের মাথায় দশম শ্রেণির ফল প্রকাশ করা হল। এদিন নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগেই ফলাফল প্রকাশ করা হয়। ২০১৮-র সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থী ছিল মোট ১৬ লক্ষ ৩৮ হাজার ৪২০ জন। দশম শ্রেণির পরীক্ষা হয় দেশের মধ্যে ৪ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে। সিবিএসই-র ফল জানা যাচ্ছে cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in-এ।

English summary
Sourit Sarkar of DPS takes first place in CBSE call ten result among West Bengal. All over India in CBSE four students take first place. Three are girl student among them,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X