For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনের লড়াইয়ে কঠিন বাউন্সার সামলালেন সৌরভ, দাদার থেকে আজ কী শিখবেন, ডাক্তাররা কী বললেন

জীবনের লড়াইয়ে কঠিন বাউন্সার সামলালেন সৌরভ, দাদার থেকে আজ কী শিখবেন, ডাক্তাররা কী বললেন

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের দ্বিতীয় দিনেই কঠিন বাউন্সার সামলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকালে জিম করতে করতে অসুস্থ বোধ করেন। বুকে ব্যথা শুরু হতেই সৌরভকে নিয়ে উদ্বেগে পরিবার। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় পারিবারিক ডাক্তারকে ফোন করতেই মহারাজকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ডাক্তাররা পরে জানিয়েছেন, সৌরভ হৃদরোগে আক্রান্ত হন। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে গোল্ডেন আওয়ার অর্থাৎ প্রথম ছয় ঘন্টায় চিকিৎসা শুরু করতে পারলেন রোগীকে দ্রুত সারিয়ে তোলা যায়।

জীবনের লড়াইয়ে কঠিন বাউন্সার সামলালেন সৌরভ, দাদার থেকে আজ কী শিখবেন, ডাক্তাররা কী বললেন

আর এখানেই পরিবার সৌরভকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বিকেলের মধ্যেই স্থিতিশীল মহারাজ। এদিন তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ে। যার মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টির পর একটি ব্লকেজ নিরাময় করে, সেন্ট স্থাপন করা হয়েছে।

বাকি দুটি ব্লকেজ নিরাময় করতে সোমবার ফের সেন্ট স্থান করা হতে পারে। সেই নিয়ে ডাক্তাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শনিবার এভাবেই জীবনের লড়াইয়ে বাউন্সার সামলালেন মহারাজ।

এরপরই সৌরভকে নিয়ে উডল্যান্ডসের ডাক্তারা জানিয়েছেন, 'মহারাজের অবস্থার উন্নতি হচ্ছে। উনি শেষ কয়েক বছরে শরীরের কোনও টেস্ট করাননি। ফলে উনি কোনও পুরনো রিপোর্ট নিয়ে জানাতে পারছেন না।'

সেই সঙ্গে ডাক্তারা আরও বলেছেন, 'চল্লিশ পার করলেই আমরা প্রত্যেককে শরীর পরীক্ষা করতে বলি। শরীরের প্রতিটি অঙ্গ, রক্তের কাজ,সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এক বছর অন্তর অন্তত পরীক্ষা করে নেওয়া উচিত। সৌরভের ক্ষেত্রে সেটা করা ছিল না। ওনার কেরিয়ারে অবশ্যই উনি ব্যস্ত থাকেন। তবে শরীরেরও যত্ন নিতে হবে। তাই চল্লিশ পার করলেই নিয়মিত পরীক্ষা আবশ্যক।'

প্রসঙ্গত সৌরভের বয়স ৪৮ বছর, এই বয়সেই মৃদ্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার তাঁকে ঘিরে দেশবাসী উদ্বেগে, মহারাজের আরোগ্য কামনায় প্রার্থনা চলছে।

English summary
sourav gangulys heart attack: Sourav Stable After Angioplasty, Doctors says need to check after 40 years age
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X