For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের থেকে শিক্ষা নেওয়া উচিত, কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা, মহারাজের কামব্যাক দেখতে প্রার্থনায় দেশবাসী

সৌরভের থেকে শিক্ষা নেওয়া উচিত, হাসপাতাল থেকে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী মমতা

  • |
Google Oneindia Bengali News

'সৌরভের বিষয়টা দেখে শিক্ষা নেওয়া উচিত'। শনিবার সন্ধ্যেতে উডল্যান্ডস থেকে বেরিয়ে ঠিক এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বুকে ব্যথা নিয়ে মহারাজ হাসপাতালে ভর্তি হন। এরপর মহারাজের হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পরে। যার মধ্য়ে একটিতে সেন্ট স্থাপন করা হয়েছে। সোমবার বাকি দুই ব্লকেজে বাইপাস করা হবে নাকি সেন্ট স্থাপন করা হবে, সেই নিয়ে ডাক্তাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেবেন। আপাতত স্থিতিশীল মহারাজ, ডাক্তারদের পর্যবেক্ষণ রয়েছেন।

সৌরভের থেকে শিক্ষা নেওয়া উচিত, কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা, মহারাজের কামব্যাক দেখতে প্রার্থনায় দেশবাসী

এদিন সৌরভকে হাসপাতালে দেখে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভের বিষয়টা থেকে শিক্ষা নেওয়া উচিত। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হয়েও সৌরভ কখনও কোনও টেস্টই করায়নি। এতেই বোঝ যাচ্ছে সৌরভ শরীরের যত্ন নেয় না। সৌরভ প্রসঙ্গ নিয়ে অভিষেক ডালমিয়ার সঙ্গেও কথা বললাম, বড় ম্যাচের আগে প্রথম সারির গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা করানো উচিত। এবার নিয়ম করে এটা করতে হবে। সৌরভের বিষয়টা থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত কম বয়সে সৌরভের মতো বাচ্চা ছেলের এরকম হবে কে ভেবেছিল।'

সেই সঙ্গে এদিন ডাক্তারদের ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাইব। সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর ঠিক হয়ে গিয়েছে। সৌরভের বুকে ব্যথাও এখন আর নেই। ও এখন অনেক ভালো রয়েছে। মেডিক্যাল টিমকে অনেক ধন্যবাদ।' প্রসঙ্গত মমতা বন্দ্যাপোধ্যায়ের পাশাপাশি দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি একাধিক নেতা, সৌরভের খোঁজ নিয়েছেন। সাধারণ ফ্যান, গুণমুগ্ধ ভক্তদের পাশাপাশি ভিভিআইপিরাও সৌরভের আরোগ্য প্রার্থনা করেছেন। সৌরভের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় গোটা দেশ।

English summary
sourav gangulys heart attack: cm mamata banerjee visit sourav ganguly to know his health update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X