For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের জন্য আসছেন দেবী শেঠী, বাইপাস কি প্রয়োজন? ডাক্তাররা কী জানালেন

সৌরভের জন্য আসছেন দেবী শেঠী, বাইপাস কি প্রয়োজন? ডাক্তাররা কী জানালেন

  • |
Google Oneindia Bengali News

ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুরে মহারাজের হেলথ আপডেট দিলেন ডাক্তাররা। যেখানে ডাক্তাররা জানিয়েছেন, 'শনিবার রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ। সকালে এরপর তাঁর রুটিন ইসিজি হয়। সেই রিপোর্ট ভালো এসেছে।'

সৌরভের হৃদযন্ত্রের তিন ধমনীতে ব্লকেজ

সৌরভের হৃদযন্ত্রের তিন ধমনীতে ব্লকেজ

শনিবার সকালে বিসিসিআই সভাপতি জিমে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ব্লকেজ পাওয়া যায়। এরপরই সৌরভকে একটি ধমনীতে সেন্ট বসানো হয়েছে।

এখনও সৌরভের দুই ধমনীতে সমস্যা

এখনও সৌরভের দুই ধমনীতে সমস্যা

এরপরও সৌরভের দুটি ধমনীত সমস্যা রয়েছে। সেই নিয়েই চিকিৎসকরা সোমবার সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। সম্ভবত ব্লকেজ হওয়া বাকি দুই ধমনীতেও সেন্ট বসানো হতে পারে।

 সৌরভের জন্য আসছেন দেবি শেঠি

সৌরভের জন্য আসছেন দেবি শেঠি

ডাক্তারদের সূত্রে আরও জানা গিয়েছে, সৌরভের জন্যে সোমবার স্বনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি আসতে চলেছেন। মহারাজের হৃদযন্ত্রের পরিস্থিতি নিয়ে বিখ্যাত সার্জন দেবী শেঠি তাঁর পরামর্শ দেবেন।

সৌরভের বাইপাসের প্রয়োজন নেই

সৌরভের বাইপাসের প্রয়োজন নেই

আরও জানা গিয়েছে ইতিমধ্যে মহারাজের রিপোর্টগুলি দেখে দেবি শেঠির টিম ইতিমধ্যেই সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়ে রেখেছে। দেবি শেঠির তত্ত্বাবধানেই সোমবার মেডিকেল বোর্ড আলোচনায় বসবে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তারদের নিয়ে পাঁচ জনের একটি দল সৌরভের চিকিৎসার জন্যে গঠন করা হয়েছে।

English summary
sourav gangulys health update: devi shetty will come to woodlands hospital for sourav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X