For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত ঠিক করে ফেলেছেন 'মহারাজ' সৌরভ, এগোবেন কোন পথে!

Google Oneindia Bengali News

'জল্পনা ছড়াবেন না', এই একটি মন্তব্য বারংবার শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়। তবুও জল্পনা থামেনি, বরং সময়ের সাথে সাথে সৌরভের বিজেপি যোগের জল্পনা আরও বেড়েছে। সেই জল্পনা তুঙ্গে ওঠে এই কয়েকদিন আগেই, যখন সৌরভ রাজভবনে গিয়েছিলেন। এর পরের দিনই সৌরভ উড়ে গিয়েছিলেন দিল্লিতে ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে।

রাজভবনে বৈঠক ঘিরে জল্পনা

রাজভবনে বৈঠক ঘিরে জল্পনা

রাজভবনের বৈঠক নিয়ে জল্পনার নেপথ্যে ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় রাজ্য সফরে এসে অমিত শাহ বলেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন ভূমিপুত্রই। তাঁর এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বঙ্গ রাজনীতির আঙিনায় নিয়ে আসার চেষ্টা নতুন নয়। একসময় সিপিআইএমের সীতারাম ইয়েচুরি বলেছিলেন, 'সৌরভ উইল ব্যাট ফর আস।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক

এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক এখন অনেকটা সহজ হয়েছে। সিএবির প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে নবান্নের হস্তক্ষেপ কারও অজানা নয়। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পিছনে নাকি অমিত শাহের 'আশীর্বাদ' রয়েছে। কারণ বোর্ডের সচিব এখন অমিত শাহর পুত্র জয় শাহ। তবুও রাজভবনে দু'ঘণ্টার বৈঠক শেষে সৌরভ যখন বের হল, তখন জল্পনা না করার অনুরোধ। যদিও সেই বৈঠক জল্পনা থামানোর বদলে আরও উসকে দিল।

জটিলতা কাটেনি, বেড়েছে জল্পনা

জটিলতা কাটেনি, বেড়েছে জল্পনা

সৌরভের রাজভবনে আসার কথা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছিল। তবে সূত্রের খবর, সাম্প্রতিক কালে একাধিকবার কার্যত নিশ্চুপে রাজভবনে এসেছেন তিনি। তবে এর নেপথ্যে রাজনীতি ছিল না। ছিল জমি জট নিরসনের চেষ্টা। জমি জটের অস্বস্তিতে বোর্ড প্রেসিডেন্ট এর আগেও বিব্রত হয়েছেন। নবান্নতেও তাঁকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যেতে হয়েছে। তবে এতকিছুর পরও জটিলতা কাটেনি।

রাজনীতিতে পদার্পণ নিয়ে দাদার ভাবনা

রাজনীতিতে পদার্পণ নিয়ে দাদার ভাবনা

এর আগে সৌরভ নিজেই সেই জমি ফেরত দিয়ে দেন সরকারকে। তবে বিতর্ক শেষ করার সেই চেষ্টা আগের জল্পনাকে আরও উসকে দেয়। নবান্ন আবার সেই জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে, দাদার দিল্লি সফরের খবর প্রকাশ হতেই। এরপরই হৃদরোগে আক্রান্ত হওয়া। তা নিয়ে বিজেপিকে দোষারোপ করার হিড়িক। তবে বর্তমান পরিস্থিতিতে কোনও মতেই যে সৌরভ রাজনীতিতে আসছেন না, তা মোটামুটি স্পষ্ট। এমন কি সৌরভ ঘনিষ্ঠ মহলেও এমনটাই জানিয়েছেন বলে খবর।

সৌরভকে অশোক ভট্টাচার্যের পরামর্শ

সৌরভকে অশোক ভট্টাচার্যের পরামর্শ

এর আগে অশোক ভট্টাচার্য তাঁর প্রিয় ক্রিকেটার সৌরভকে রাজনীতির আঙিনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রবীণ বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করেন, ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। অতএব রাজনীতি থেকে দূরে থাকাই শ্রেয়। তবে অশোক ভট্টাচার্য অভিযোগ করেন যে সৌরভতে রাজনীতিতে নামানোর জন্যে চাপ সৃষ্টি করা হয়েছে।

দেশের মানুষ কী চায়?

দেশের মানুষ কী চায়?

রাজনীতির আঙিনায় পা দিলে ক্রিকেট খেলে অর্জিত জনপ্রিয়তা বিরাট ধাক্কা খেতে পারে, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টকে বুঝিয়েছেন অশোক ভট্টাচার্য। দেশের মানুষও তাই চান বলে বিশ্বাস করেন তিনি। প্রবীণ শুভাকাঙ্খীর পরামর্শই মেনে নিতে চলেছেন সৌরভ। সৌরভের শরীর খারাপের খবর শুনে শিলিগুড়ি থেকে দৌড়ে এসেছিলেন অশোক ভট্টাচার্য।

 'শুধুমাত্র ক্রিকেটে দেখতে চাই'

'শুধুমাত্র ক্রিকেটে দেখতে চাই'

এদিকে তৃণমূলের ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস দেখা করেন সৌরভের সঙ্গে। তৃণমূল নেতারা সৌরভকে বাংলার আইকন এবং 'শুধুমাত্র ক্রিকেটে দেখতে চাই' বলে বক্তব্য রাখেন। এবং তাঁকে রাজনীতি থেকে দূরে থাকার নীরব পরামর্শ দিয়েছিলেন। এরই মাঝে সৌরভও তাঁর রাজনীতিতে আগমনের জল্পনা উড়িয়ে দিতে বলেছেন। এবং আজও জনপ্রিয়তার শিখরে থাকা সৌরভ যে রাজনীতিতে এসে নিজের জনপ্রিয়তাকে বিভাজিত হতে দেবেন না, তা প্রায় স্পষ্ট হয়েছে।

আরও একদিন হাসপাতলে সৌরভ

আরও একদিন হাসপাতলে সৌরভ

এদিকে আজকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও আরও একদিন হাসপাতালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। মহারাজের সঙ্গে তাঁর সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়য়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গতকালই সৌরভকে দেখতে হাসপাতালে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি।

<strong>একুশের লড়াইয়ে 'দিদি বনাম কে', কার অধিনায়কত্বে ময়দানে নামবে বিজেপি?</strong>একুশের লড়াইয়ে 'দিদি বনাম কে', কার অধিনায়কত্বে ময়দানে নামবে বিজেপি?

English summary
Sourav Ganguly unlikely to join politics amid all speculation about him joining in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X