For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের উচ্ছ্বসিত শুভেচ্ছা বার্তা অভিজিৎকে ! শুভেচ্ছা বার্তা 'প্রিন্স অফ কলকাতা' র

'আমি ওনাকে টিভিতে দেখেছি, ওনার মায়ের প্রতিক্রিয়াও দেখছিলাম টিভিতে..'। এইভাবেই এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম-চ্যানেলের সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস

  • |
Google Oneindia Bengali News

'আমি ওনাকে টিভিতে দেখেছি, ওনার মায়ের প্রতিক্রিয়াও দেখছিলাম টিভিতে..'। এইভাবেই এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম-চ্যানেলের সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বাংলার কাছে আসে জোড়া সুখবর! একদিকে বঙ্গসন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়, অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই এর প্রধান পদে অধিষ্ঠান। গোটা বাংলা সেই খবরে উচ্ছ্বসিত ছিল সোমবার। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির খবরে আর চার পাঁচজন বাঙালির মতো উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সৌরভও!

বাংলার অভিজিতের নোবেল-সম্মান নিয়ে উচ্ছ্বসিত বঙ্গসন্তান সৌরভ!শুভেচ্ছা বার্তা প্রিন্স অফ কলকাতা র

'নোবেল ইজ এ হিউজ থিং', এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমের চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এভাবেই অভিজিৎ সম্পর্কে প্রতিক্রিয়া দেন সৌরভ। তিনি বলেন, সৌরভ এদিন বলেন, 'বিসিসিআই প্রেসিডেন্ট তো কোনও ঠিক আছে.. নোবেল প্রাপ্তি বড় বিষয়..'। প্রসঙ্গত, কয়েক মাস আগে কমেন্ট্রি বক্সে বসে সৌরভ যখন একটি পরিসংখ্যান বলছিলেন, তার মধ্যে নিজের নাম থাকা সত্ত্বেও তা উচ্চারণ না করে সচিন ও সেহওয়াগের নাম নেন সৌরভ। পরে প্রশ্ন ওঠে কেন তিনি নিজের নাম সেদিন নেননি? উত্তরে সৌরভ বলেন, 'আমি এরকমই'। এদিনও একইভাবে দেখা গেল, সৌরভ নিজের সম্পর্কে এখনও একই মনোভাব পোষণ করেন।

পাশাপাশি, এক বঙ্গসন্তানের অর্থনীতিতে নোবেল প্রাপ্তির প্রেক্ষিতে উচ্ছ্বসিত হয়ে বাংলার আরও এক কৃতী সৌরভ এদিনের সাক্ষাৎকারে বলেন, 'বাঙালি হিসাবে আমি গর্বিত'।

সাক্ষাৎকারটিতে অভিজিতের সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে, আর চার পাঁচজন বাঙালির মতোই উজ্জ্বল ও দৃপ্ত ছিল সৌরভের চোখ মুখ। স্বভাবোচিত হাসি হেসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উঠতেই সৌরভ জানান, 'ওনাকে অনেক অনেক শুভেচ্ছা'। ততক্ষণে যেন আর চার পাঁচজন বাঙালির মতোই পরিতৃপ্তির হাসি ফুটে উঠছিল সৌরভের মুখেও। আর এভাবেই কলকাতা শহরের এক প্রান্তের এক কৃতি বাঙালি শহরের অপর প্রান্তের আরও এক বঙ্গসন্তানের সম্মান-প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন এদিন।

 হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার

English summary
Sourav Ganguly congratulates Abhijit Banerjee on his winning of Nobel 2019 in Economics .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X