For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুজাতার ওপরে হামলা, প্রতিক্রিয়া জানালেন 'স্বামী' সৌমিত্র

সুজাতার ওপরে হামলা, প্রতিক্রিয়া জানালেন 'স্বামী' সৌমিত্র

  • |
Google Oneindia Bengali News

আরামবাগের তৃণমূল(trinamool congress) প্রার্থী নিজের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)-এর ওপরে হামলার খবরে একটুও বিচলিত নন, স্বামী তথা বিষ্ণুপুরে বিজেপি (bjp) সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan)। বিষয়টিকে তিনি নিজের কর্মের ফল বলেই বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, তৃণমূল এতদিন যে অত্যাচার করেছেন, সাধারণ মানুষ তারই উত্তর দিচ্ছেন।

আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ-র ওপরে হামলা

আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ-র ওপরে হামলা

আরামবাগের পারুলে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে বাঁশ নিয়ে তাড়া। বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি এই অভিযোগ পাওয়ার পর সেখানে যান সুজাতা মণ্ডল খাঁ। এমনটাই দাবি করেছেন প্রার্থী। সেই সময় বিজেপি কর্মীরা তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে। এরপর সুজাতার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে ধান খেতে নেমে যায়। যদিও পিছু নেয় গ্রামবাদীদের একাংশ। সুজাতার মাথায় আঘাতের ঘটনাও ঘটে। এরপর সুজাতা মণ্ডল খাঁ অভিযোগ করেছেন, তাঁকে খুনের চেষ্টা করেছে বিজেপি। যদিও ওই আসন থেকে তৃণমূলই জিতবে বলে দাবি করেছেন তিনি। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, ওই গ্রামেই সকালে হামলা চালিয়েছিলেন তৃণমূল। রান্নার সময় ভাতের হাঁড়ি উল্টে দেওয়া হয়। তাতে ইন্ধন দিয়েছিলেন সুজাতা, অভিযোগ বিজেপির।

নিজ কর্মের ফল

নিজ কর্মের ফল

এব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খান বলেছেন, যা ঘটেছে সবটাই নিজের কর্মের ফল। তিনি বলেছেন মানুষ তৃণমূলকে আর চাইছে না। গত ১০ বছরে এলাকার মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ করে তিনি বলেছেন, এদিন তাঁরা ভোট দিচ্ছেন। সৌমিত্র বলেছেন, জনগণ জেগে উঠেছে। ফলে যাঁরা ভোট ছিনতাই করে জিতবে ভেবেছিল, তাঁরা সেই কাজ করে উঠতে পারেনি।

গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ

গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ

সৌমিত্র খান এদিন গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোট চুরি কারতেই এই প্রতিক্রিয়া গ্রামবাসীদের। তাঁর পাল্টা অভিযোগ, আগে তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপি কর্মীদের ওপরে হামলা চালিয়েছে। তিনি বলেন, মানুষ এদিন জবাব দিয়েছে।

 এখনও হয়নি বিবাহ বিচ্ছেদ

এখনও হয়নি বিবাহ বিচ্ছেদ

ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেন। সেই সময় সৌমিত্র খাঁ সুজাতার সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করেন। পরে তিনি সুজাতাকে ডিভোর্সের নোটিশ পাঠান। যদিও সেই ডিভোর্স প্রক্রিয়া এগোয়নি। অন্যদিকে সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলের হয়ে বিভিন্ন সভা সমাবেশে যোগ দেন। খুশি হয়েই আরামবাগের মতো সংরক্ষিত আসন থেকে সুজাতাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার গণতন্ত্র তিন দফাতেই ভেন্টিলেশনে, বাকি পাঁচ দফায় কী হাল হবে ভাবুনবাংলার গণতন্ত্র তিন দফাতেই ভেন্টিলেশনে, বাকি পাঁচ দফায় কী হাল হবে ভাবুন

English summary
Soumitra Khan targets Sujata Mondal Khan on manhandling in Arambag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X