For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাঢ়বঙ্গও বঞ্চিত, আলাদা উত্তরবঙ্গ দাবির পাশে সৌমিত্র! বিজেপি নেতার আক্রমণ মমতাকে

রাঢ়বঙ্গও বঞ্চিত, আলাদা উত্তরবঙ্গ দাবির পাশে সৌমিত্র! বিজেপি নেতার আক্রমণ মমতাকে

Google Oneindia Bengali News

উন্নয়নের দাবিতে উত্তরবঙ্গে (north bengal) পৃথক রাজ্যের দাবি করেছেন বিজেপি (bjp) সাংসদ জন বার্লা (john barla)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুন্নয়নের অভিযোগ তুলে বিতর্ক উসকে দিলেন বিষ্ণুপুরের (bishnupur) বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (soumirta khan)। জন বার্লার পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। সেখানেই পৃথক রাজ্যের দাবি উঠতে পারে।

উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি জন বার্লার

উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি জন বার্লার

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে দেখতে চান জন বার্লা। এমনটাই জানিয়েছিলেন তিনি। দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। সংসদ তহবিলের টাকা কোথায় খরচ করা হবে তা নিয়ে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁদের কথা শোনেনা বলেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও এই দাবি তোলার পরে কোচবিহারের দিনহাটা থানায় জন বার্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল।

 সমর্থন সৌমিত্র খাঁ-এর

সমর্থন সৌমিত্র খাঁ-এর

আন্তর্জাতিক যোগ দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় তাঁকে জন বার্লা নিয়ে প্রশ্ন করা হলে সৌমিত্র বলেন, রাঢ় বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। সেখানকার কোনও যুকবের চাকরি হয় না। স্বাধীনতার পর থেকে সেখানকার সম্পদ অন্যত্র নিয়ে যাওয়া হয়। রাজ্যের কোষাগার পূরণ হচ্ছে। এক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা রাজ্যের দাবি উঠতেই পারে বলেও মন্তব্য করেন তিনি।

 বহিরাগত শব্দ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

বহিরাগত শব্দ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

এদিন সৌমিত্র খাঁ বহিরাগত শব্দ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে তিনি বলবেন, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দটি এনেছেন তাতে আলাদা রাজ্যের দাবি উঠবেই। তিনি আরও বলেন. কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ৫০ কিমির মধ্যে ২৩ জন মন্ত্রী হয়েছে। আগামী দিনে রাঢ়বঙ্গে পৃথ রাজ্যের দাবি উঠবে বলেো মন্তব্য করেন তিনি।

বঞ্চনা আর অনুন্নয়ন নিয়ে সোচ্চার শুভেন্দু

বঞ্চনা আর অনুন্নয়ন নিয়ে সোচ্চার শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভএন্দু অধিকারী কোনও আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করেননি। তবে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে শুধু উত্তরবঙ্গই নয়, সুন্দরবন, জঙ্গলমহলও অনুন্নতের তালিকায় রয়ে গিয়েছে।

বিজেপির অবস্থানকে কটাক্ষ তৃণমূলের

বিজেপির অবস্থানকে কটাক্ষ তৃণমূলের

বিজেপি সাংসদের আলাদা রাজ্যের দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলছে, একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস করছে আর অন্যদিকে বাংলাকে ভাগ করার জন্য ডাক দিচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলার পরে কীভাবে বিজেপি আলাদা উত্তরবঙ্গ চাইতে পারে।

English summary
Soumitra Khan targets Mamata Banerjee on issue of Seperate North Bengal calls by BJP MP John Barla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X