For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় বা দিলীপ ঘোষ কেউই বাংলার মুখ্যমন্ত্রীহবেন না, সৌমিত্র খাঁ সামনে আনলেন 'নয়া' নাম

মুকুল বা দিলীপ কেউই হবেন না বাংলার মুখ্যমন্ত্রী, সৌমিত্র সামনে আনলেন বিতর্কিত নাম

  • |
Google Oneindia Bengali News

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারছেই। বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা। বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞে অংশ নিয়ে মাথা মুণ্ডন করে তৃণমূলকে নিশানা করেই থামলেন না তিনি। তিনি ফের উসকে দিলেন এক বিতর্ক। তাঁর সাফ কথা ২০২১-এ বিজেপি জেতার পর মুকুল রায় বা দিলীপ ঘোষ কেউই হবেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবেন নতুন একজন।

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে? জল্পনা বাড়ালেন সৌমিত্র

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে? জল্পনা বাড়ালেন সৌমিত্র

কে সেই জন? তাও তিনি স্পষ্ট করে দিলেন বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মন্দিরে বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞে যোগ দিতে এসে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও কিছু ওয়েব পোর্টালে যে চর্চা চলছিল, তা নিয়েই জল্পনা উসকে দিলেন তিনি। সৌমিত্র খাঁ বলেন, এবার বাংলায় একজন গেরুয়াধারী মুখ্যমন্ত্রী হবেন।

যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি ত্যাগের প্রতীক হবেন!

যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি ত্যাগের প্রতীক হবেন!

ফের তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রামকৃষ্ণ মঠ ও মিশনের এক তরুণ মহারাজের কথা বলেন। ফলে নাম না করলেও স্বামী কৃপাকরানন্দকে নিয়ে জল্পনা তৈরি হয়। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবার যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি ত্যাগের প্রতীক হবেন।

মাথামুণ্ডন করে প্রায়শ্চিত্য, তারপরই বার্তা সৌমিত্রর

মাথামুণ্ডন করে প্রায়শ্চিত্য, তারপরই বার্তা সৌমিত্রর

তিনি আরও বলেন, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো হল। কিন্তু আমাদের রাজ্যে যা উদযাপন করতে দেওয়া হয়নি। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরাজকতা চলছে। কত তরুণ কর্মী শহিদ হচ্ছেন। তাই তিনি মাথামুণ্ডন করে প্রায়শ্চিত্য করলেন। কেননা তিনি এতদিন ওই দলে ছিলেন।

আত্মত্যাগেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটবে

আত্মত্যাগেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটবে

আরা মুণ্ডিত মাথা, গেরুয়া বসন পরে তিনি বলেন, এমনই একজন গেরুয়া বসনধারী ত্যাগের প্রতীক এবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। বিজেপির জয় এবার কেউ আটকাতে পারবে না। বিজেপি কর্মীদের আত্মত্যাগেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটবে। এদিন তিনি ষাঁড়েশ্বর মন্দিরে পুজোও দেন। ত্রিশূল তূলে দেন বিজেপি কর্মীদের হাতে।

বিজেপির মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাসছে অনেক নাম

বিজেপির মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাসছে অনেক নাম

কিছুদিন ধরেই বিজেপির মুখ্যমন্ত্রী নাম নিয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে। দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি এ রাজ্যে মমতার বিকল্প কে তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় অনেক নাম ভাসছে। প্রাথমিকভাবে দিলীপ ঘোষ-মুকুল রায়রা তো ছিলেনই।

সৌরভ থেকে শুভেন্দু, তথাগতকে নিয়েও কত জল্পনা

সৌরভ থেকে শুভেন্দু, তথাগতকে নিয়েও কত জল্পনা

আবার এই তালিকায় মাঝেমধ্যেই ভেসেছে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে কত নাম। উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। আবার শুভেন্দু অধিকারীর নামও ভাসিয়ে দেওয়া হয়েছে একটা শ্রেণির পক্ষ থেকে। তারপর তথাগত রায়ের নাম এসেছে। দিলীপ ঘোষকে কটাক্ষ করে তাঁর বার্তায় লুকনো ছিল সেই অভিপ্সা।

মহারাজ স্বামী কৃপাকরানন্দের নাম নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে

মহারাজ স্বামী কৃপাকরানন্দের নাম নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে

আর সর্বোপরি যে নাম নিয়ে বিতর্ক সবথেকে বেশি দানা বেঁধেছে, তিনি হলেন রামকৃষ্ণ মিশন ও মঠের মহারাজ স্বামী কৃপাকরানন্দ। যদিও তিনি এর আগেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রামকৃষ্ণ মিশন ও মঠ সর্বদা রাজনীতির বাইরে থেকেছে। আদর্শগতভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন এবং মিশনের সন্ন্যাসীরা রাজনীতি থেকে বিশ যোজন দূরে থাকে।

স্বামী কৃপাকরানন্দ মহারাজ যা বলেছিলেন প্রস্তাব শুনে

স্বামী কৃপাকরানন্দ মহারাজ যা বলেছিলেন প্রস্তাব শুনে

গত ১৯ জুন একটি ইইউটিউব চ্যানেলে এক প্রশ্নের উত্তরে স্বামী কৃপাকরানন্দ মহারাজ জানিয়েছিলেন, আমরা স্বামীজির দাসানুদাস। তিনিই বলে গিয়েছিলেন আমাদের কোনও রাজনৈতিক যোগাযোগ থাকবে না। আমরা স্বামীজির বাণী শিববাক্য হিসেবে মানি। তাই রাজনৈতিকভাবে আমরা কোনওদিনও সরব হব না- এই আমাদের ব্রত।

কৃপাকরানন্দের নাম নিয়ে জল্পনায় বার্তা বেলুড় মঠের

কৃপাকরানন্দের নাম নিয়ে জল্পনায় বার্তা বেলুড় মঠের

তাঁর কথায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম চালাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকে আমাদের, তার মানে এই নয় রামকৃষ্ণ মিশন রাজনীতির মঞ্চে অবতীর্ণ হবে। কৃপাকরানন্দ মহারাজের নাম নিয়ে জল্পনা তৈরি হওয়া বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এ খবর ভিত্তিহীন। এই রটনা গভীর পরিকল্পনার অঙ্গ।

কী হবে একুশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি! রণকৌশল নির্ধারণে আজ ম্যারাথন বৈঠক দিলীপের বাড়িতেকী হবে একুশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি! রণকৌশল নির্ধারণে আজ ম্যারাথন বৈঠক দিলীপের বাড়িতে

English summary
Soumitra Khan says Mukul Roy or Dilip Ghosh not, Maharaj will be CM of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X