মুকুল-শুভেন্দুকে ‘বিশেষ’ বার্তা সৌমিত্র-জায়ার! বোমা ফাটালেন তৃণমূলে যোগ দিয়েই
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দু'দিনের মধ্যে সৌমিত্র-জায়া সুজাতা মণ্ডল খাঁর ঘরওয়াপসি হল তৃণমূলে। আর তারপরই একের পর এক বোমা ফাটালেন সৌমিত্রর পাশে দাঁড়িয়ে রাজনীতি করা 'ধর্মপত্নী' সুজাতা। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বললেন, দলবদল করলে যদি বিচ্ছেদই দস্তুর, তবে মুকুল-শুভেন্দুকে কেন 'ত্যাজ্য' করা হল না।


মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তা কেন ঘটল না
সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরই সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর কথা জানান। বলেন, সুজাতাকে মুক্তি দিলাম খাঁ পদবী থেকে। এরপরই সুজাতা পাল্টা দিলেন সৌমিত্রকে। তিনি বলেন, দলবদল করলেই যদি সম্পর্কে বিচ্ছেদ ঘটে, তবে মুকুল রায় বা সদ্য ঘটা করে দলে নেওয়া শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তা কেন ঘটল না।

শুভেন্দু অধিকারীকে তো ত্যাজ্যপুত্র হতে হল না, কিংবা মুকুল রায়কে
সুজাতা বলেন, পুরুষতান্ত্রিক সমাজে তিনি স্ত্রী বলে সামান্য দলবদলের জন্য তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানো হল, অথচ শুভেন্দু অধিকারীকে তো ত্যাজ্য-পুত্র হতে হল না বা ত্যাজ্য-ভাই হতে হল না! কিংবা মুকুল রায়কে তো ত্যাজ্য-বাবা হতে হল না। তবে কি আমি শুধু স্ত্রী বলেই আমার সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলা হল?

সৌমিত্রর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পিছনে বিজেপির ইন্ধন! সন্দেহ
সুজাতা প্রশ্ন তোলেন, সৌমিত্র খাঁ এখন যে দলে আছেন, সেই দলই তিন তালাক বিল এনেছিল। তা দেখে আমারও গর্ব হয়েছিল। তাহলে সেই দলেরই সাংসদের স্ত্রী হয়ে কেন সাংবাদিক বৈঠক করে 'তালাক' দেওয়া হল তাঁকে? এটা কেমন নীতি দলের! তিনি বলেন, এখন তো আমার সন্দেহ হচ্ছে সৌমিত্রর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পিছনে বিজেপির ইন্ধন রয়েছে!

দলবদল করার জন্য একটা সম্পর্ক এভাবে ভেঙে ফেলতে পারে!
সুজাতা অভিযোগ করেন, সৌমিত্রর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য বিজেপিই দায়ী। বিজেপিই সৌমিত্রকে ইন্ধন দিয়েছে সাংবাদিক বৈঠক করে বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে। তা না হলে দলবদল করার জন্য একটা সম্পর্ক এভাবে ভেঙে ফেলতে পারে! একই পরিবারে একাধিক পার্টি করার তো অনেক দৃষ্টান্ত রয়েছে। এরপরই তিনি এক এক করে মুকুল রায়, শুভেন্দু অধিকারী ছাড়াও অনেকের নাম তুলে ধরেন।
শুভেন্দুদের দলবদল ভৌগলিক অবস্থানের ভোট-অঙ্কে বিজেপিকে কোন সুবিধা দেবে! কিছু পরিসংখ্যান একনজরে