For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর বিজেপিতে যোগদানই কাল হয়েছে, হারের কারণ দর্শিয়ে বিতর্ক উসকালেন সৌমিত্র

বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ে জন্য শুভেন্দু অধিকারীর দিকেই তির ছুঁড়লেন রাজ্য বিজেপি যুব শাখার সভাপতি সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি।

Google Oneindia Bengali News

বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ে জন্য শুভেন্দু অধিকারীর দিকেই তির ছুড়লেন রাজ্য বিজেপি যুব শাখার সভাপতি সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি। একুশের নির্বাচনের আগে অন্যদের মতো তিনিও শুভেন্দু অধিকারীর যোগদানে আপ্লুত ছিলেন। সেই তিনিই এখন বাংলায় দলের শোচনীয় পরাজয়ের জন্য দায়ী করছেন শুভেন্দুকে। সম্প্রতি 'দ্য টেলিগ্রাফে'র এক প্রতিবেদনে সৌমিত্রর অসন্তোষ ধরা পড়েছে।

বঙ্গ বিজেপির হারের অন্যতম কারণ শুভেন্দু!

বঙ্গ বিজেপির হারের অন্যতম কারণ শুভেন্দু!

শুভেন্দু অধিকার নন্দীগ্রাম থেকে বিতর্কিত জয়লাভের পর বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। সেই বিরোধী দলনেতাকে দলের হারের জন্য দায়ী করে তাঁর পদ থেকে ইস্তফার পরামর্শ দিয়েছেন। বিজেপির বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, সৌমিত্র খাঁ বিশ্বাস করেন বঙ্গ বিজেপির হারের অন্যতম কারণ শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর নির্বাচনে ক্ষুব্ধ!

বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর নির্বাচনে ক্ষুব্ধ!

বিধানসভায় শুভেন্দু অধিকারীর দলের মুখ করা হয়েছে। যাঁর জন্য বিপর্যয়, তাঁকে দলের মুখ করে সুফল লাভ হবে না। সৌমিত্রর এ ধরনের বিশ্বাসে রাজনৈতিক মহল মনে করছে, সৌমিত্র খাঁ বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নির্বাচনে ক্ষুব্ধ। দলের সিনিয়র নেতাদের বিষয়টি অবহিতও করেছেন সৌমিত্র।

শুভেন্দুর জন্যই জঙ্গলমহলে বিজেপির ফলাফল খারাপ হয়েছে

শুভেন্দুর জন্যই জঙ্গলমহলে বিজেপির ফলাফল খারাপ হয়েছে

সৌমিত্র খাঁ বিশ্বাস করেন শুভেন্দু অধিকারীর জন্যই জঙ্গলমহলে বিজেপির ফলাফল খারাপ হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমের মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বিজেপি ভালো ফল করেছিল। ২০১৯-এ জঙ্গলমহলে বিস্তারলাভ করতে সফল হয়েছিল বিজেপি, একুশের বিধানসভায় ভোট ধরে রাখতে পারেনি।

শুভেন্দুর জন্য সিপিএমের ভোট তৃণমূলে, ব্যাখ্যা সৌমিত্রর

শুভেন্দুর জন্য সিপিএমের ভোট তৃণমূলে, ব্যাখ্যা সৌমিত্রর

সৌমিত্র বিশ্বাস করেন যে, শুভেন্দু বিজেপিতে যোগদানের পরে জঙ্গলমহলে সিপিএমের ভোট তৃণমূলে চলে গিয়েছিল। লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে স্থানান্তরিত হয়েছিল সিপিএমের ভোট। কিন্তু শুভেন্দু-ফ্যাক্টরে তা তৃণমূলের দিকে চলে যায়। তাঁর ব্যাখ্যা, "সিপিএম ভোটাররা গত দশ বছরে শুভেন্দুদার ক্রোধের শিকার হয়েছেন। তাই তাঁরা ২০১৯-এ বিজেপিকে সমর্থন করছিলেন। এবার শুভেন্দুদা বিজেপিতে আসায়, তাঁরা তৃণমূলের দিকে ঢলেছেন।

বিতর্ক তুঙ্গে, সৌমিত্র খাঁকে দলের তরফে কড়া নির্দেশ

বিতর্ক তুঙ্গে, সৌমিত্র খাঁকে দলের তরফে কড়া নির্দেশ

সৌমিত্র খাঁয়ের যুব শাখার সূত্রেই একাংশের দাবি, "শুভেন্দুদা বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ায় এই ভোটারদের চিরকাল বিচ্ছিন্ন করে দেবে দল থেকে। সৌমিত্রদা তাঁর দলের সিনিয়রদের একথা জানিয়েছেন ফলাও করে। গত সপ্তাহের বৈঠকের পর থেকে সৌমিত্র খাঁকে তার লোকসভা আসন বিষ্ণুপুরের দিকে আরও বেশি মনোনিবেশ করতে বলা হয়েছে এবং যুব শাখার ব্যাপারে কম জড়িত থাকতে বলা হয়েছে।

বিজেপি যুব শাখাকে ব্যবহার না করায় সৌমিত্র অসন্তুষ্ট

বিজেপি যুব শাখাকে ব্যবহার না করায় সৌমিত্র অসন্তুষ্ট

সোমবার সৌমিত্র খাঁ বিজেপি যুব মোর্চার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। এই বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারের সময় বিজেপি যুব শাখাকে সেভাবে ব্যবহার না করায় সৌমিত্র তার অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। এর ফলে বাংলার যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পক্ষে ভোট দিয়েছেন বলেই অভিমত ব্যক্ত করেছিলেন।

English summary
Soumitra Khan increases speculation to attack Suvendu Adhikari for BJP’s defeat in Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X