For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের সঙ্গে সন্ধিতে সৌমিত্র দিলেন স্বাধীনতার বার্তা, বিজেপিতে অব্যাহত ‘নাটক’

২০২১-এর আগে সৌমিত্র খাঁ-র নাটক অব্যাহত বিজেপিতে। দুদিন আগেই বিজেপিতে ইস্তফা দিতে মনস্থ করেছিলেন। জেহাদ ঘোষণা করে তিনি সরে দাঁড়িয়েছিলেন বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে।

Google Oneindia Bengali News

২০২১-এর আগে সৌমিত্র খাঁ-র নাটক অব্যাহত বিজেপিতে। দুদিন আগেই বিজেপিতে ইস্তফা দিতে মনস্থ করেছিলেন। জেহাদ ঘোষণা করে তিনি সরে দাঁড়িয়েছিলেন বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে। তারপরই কয়েকঘণ্টার মধ্যে ফিরে আসেন গ্রুপে এবং ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করেন । এখন দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে তিনি স্বাধীনতার বার্তা দিলেন।

তৃণমূলে স্বাধীনতা নেই, বললেন সৌমিত্র

তৃণমূলে স্বাধীনতা নেই, বললেন সৌমিত্র

দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে এলেন সৌমিত্র। বিজয়া দশমী উভয়কে এক করে দিল। সমস্ত বিরোধ জলাঞ্জলি দিয়ে মিললেন দুই হেভিওয়েট নেতা। আর উভয়ের বিজয়া সম্মিলনীর ছবি ফেসবুকে প্রকাশ করলেন সৌমিত্র। তারপর তিনি বলেন, তৃণমূলে এই স্বাধীনতা নেই। যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় বিজেপিতে।

বিজেপিতে স্বাধীনতার বার্তা সৌমিত্রর

বিজেপিতে স্বাধীনতার বার্তা সৌমিত্রর

সৌমিত্রর কথায়, বিজেপিতে একটা কাঠামো আছে। একটা স্বাধীনতা আছে। বিজেপির রাজ্য কমিটি ও যুব মোর্চা কমিটি সম্মিলিতভাবে হয়। একটা পদ্ধতি মেনে সমস্ত কিছু চলে। তাঁর কথায়, যা ছিল, তা হয়ে গিয়েছে। ওটা হয়েই থাকে একটা পরিবারে। সব সমস্যা মিটে গিয়েছে। যুব মোর্চার সভাপতিত্ব বড় কথা নয়, বড় কথা হল তৃণমূলকে হটানো।

মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে জয়

মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে জয়

তিনি আরও বলেন, তৃণমূলের অন্যায়, দুর্নীতি সহ্য করতে পারিনি বলেই বিজেপিতে এসেছি। মানুষের মতের তো পরিবর্তন হয়। তাই নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে মানুষ। রাজ্য থেকে মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। এবার আমরা একসঙ্গে রাজ্যে পরিবর্তন আনব।

বিজয়া দশমীতে দিলীপকে প্রণাম করে সৌমিত্র

বিজয়া দশমীতে দিলীপকে প্রণাম করে সৌমিত্র

বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বিজয়া দশমীতে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণামের পরই ঘূচল দ্বন্দ্ব। দিলীপবাবু ভাতৃসম সৌমিত্রকে স্নেহের আশিস দিলেন। মাথায় রাখলেন হাত। ফলে মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র খাঁ তাঁর ভালোবাসার মানুষের সঙ্গে অভিমান ঘুচিয়ে ফেললেন। তবে তা কতটা বাস্তব তার প্রমাণ মিলবে যুব মোর্চার নতুন কমিটি তৈরির সময়।

English summary
Soumitra Khan gives message of independent in BJP after settlement with Dilp Ghosh. Dilip Ghosh and Soumitra Khan are united to forget confliction before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X