সাংসদ বনেও নিজের লোকসভা এলাকায় ঢুকতে পারবেন না সৌমিত্র, নির্দেশ আদালতের
বিজেপির হয়ে ভোটে দাড়িয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে বিরাট ব্যবধানে জয় পেয়েছেন সৌমিত্র খাঁ। ভোটের কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমনকী তাঁর বিরুদ্ধে বিজেপিতে যোগদানের পরের দিন থেকেই রাজ্য সরকার একাধিক মামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

সেই মামলারই একটিতে কলকাতা হাইকোর্ট ভোটের আগেই নির্দেশ দিয়েছিল যে, বাঁকুড়ায় তিনি ঢুকতে পারবেন না। অভিযোগ ছিল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ প্রতারণা করেছেন। সেই মামলাতেই এর আগে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁর প্রবেশ নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট।
ভোটে জিতে সাংসদ হয়ে গেলেও হাইকোর্ট সৌমিত্র খাঁকে নিজের সংসদ এলাকায় প্রবেশ আরও ছয় সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে আদালত। এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে এখনও তিনি বিষ্ণুপুরে ঢুকতে পারবেন না। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাঁর গ্রেপ্তারের ওপরও স্থগিতাদেশ জারি করেছিল।