'তৃণমূল সংসার ভেঙেছে' দোষোরোপের পর 'দিদির পরিবার' নিয়ে হুঁশিয়ারি সৌমিত্রর! উঠল জ্যোতিষীর প্রসঙ্গ
তাঁদের মধ্যে যে গত কয়েকদিনে সম্পর্কে ফাটলের কথা কার্যত কানা ঘুষো হিসাবে শোনা যাচ্ছিল। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী এদিন তৃণমূলে যোগ দিতেই বিস্ফোরক সৌমিত্র জানান, মূলত উচ্চাশা আর পদের লোভ ছিল সুজাতার। তাঁর দাবি গোটা পর্বের নেপথ্যে রয়েছে তৃণমূল। পাশাপাশি উঠে আসে এক জ্য়োতিষির প্রসঙ্গও।

সংসারে ভাঙন ধরিয়েছে তৃণমূল
সৌমিত্র খাঁ এদিন বলেন, তাঁর সংসারে ভাঙন ধরিয়েছে তৃণমূল। আর যে দিদির পরিবার এই ভাঙন ধরিয়েছে, সেই পরিবারকে বাংলার রাজনীতি থেকে তিনি উৎখাত করার বার্তা দেন সৌমিত্র। স্ত্রীয়ের অতর্কিত তৃণমূলে যোগদানের খবরে হতচকিত সৌমিত্র এদিন আবেগঘন ছিলেন। তাঁর দাবি, 'সৌগতবাবুরা' তাঁর পরিবারের ভাঙনের নেপথ্যে।

উঠল রহস্যময় জ্যোতিষর নাম
সৌমিত্র খাঁ বলেন, তাঁর ড্রাইভার তাঁকে বলেছেন যে, গত কয়েকদিন ধরে সুজাতা দেবীকে এক জ্যোতিষির সঙ্গে দেখা গিয়েছে। যে জ্যোতিষি তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেন। সৌমিত্রর দাবি, জ্যোতিষি সুজাতার কেরিয়ারের উন্নতিতে এই তৃণমূলে যোগদানের কথা বলেন।

উচ্চাশা ও সুজাতা -সৌমিত্র
সৌমিত্র জানিয়েছেন, গত কয়েক মাসে তিনি স্ত্রীকে সময় দিতে পারেননি। এরপরই তিনি বলেন, 'বাইরে নজর দিতে গিয়ে ঘরের লক্ষ্মী চুরি হয়ে গিয়েছে।' এতে তাঁর রাজনৈতিক জীবনে প্রভাব পড়বে কি না , তার প্রশ্ন উঠতেই, সৌমিত্র খাঁ বলেন, আগের থেকে অনেক বেশি সময় দিয়ে এবার তিনি পার্টি করবেন। আর তাঁর পিছুচান বলতে এতদিনছিলেন তাঁর স্ত্রী। এখন সেই পিছুটান চলে যাওয়াতে আর দলের কাজে তিনি সম্পূর্ণ সময় দিতে পারবেন।

বিজেপির টিকিট চেয়েছিলেন সুজাতা?
সৌমিত্র খাঁ বলেন, তিনি অনেবার সুজাতাকে বুঝিয়েছেন বিজেপিতে পরিবারতন্ত্র হয়না। আর বিজেপিতে একই পরিবারের স্বামী স্ত্রী টিকিট পায়না। ফলে স্বভাবতই তাঁর ইঙ্গিত যে , সুজাতা টিকিট পা না পেয়েই বিজেপি ও স্বামীর সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দেন।

শুভেন্দুই সুজাতার তৃণমূলে যোগের 'আসল' কারণ! বিজেপির অন্দরমহলের খবর দিয়ে সুজাতা বিস্ফোরক