For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথিতে সৌমেন্দু অধিকারীর উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

দক্ষিণ কাঁথি বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৌমেন্দু অধিকারী। তিনটি বুথে ছাপ্পা ভোট পড়ার অভিযোগ পাওয়ায় সেখানে গিয়েছিলেন সৌমেন্দু। সেই সময় সৌমেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর ভাবে জখম হয়েছেন তাঁর গাড়ির চালক। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা রামগোবিন্দ। এদিকে সেখানে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 'ম্যানেজ' হয়ে যাওয়ার অভিযোগ তোলেন সৌমেন্দু।

'ভোটারদের প্রভাবিত করা হচ্ছে'

'ভোটারদের প্রভাবিত করা হচ্ছে'

এর আগে সৌমেন্দু অধিকারী সকালেই অভিযোগ করেছিলেন, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে৷ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, '১৪৯ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে৷ তাঁদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না৷ তবে সামগ্রিকভাবে ভোট শান্তিপূর্ণই হচ্ছে৷ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটপ্রক্রিয়া ব্য়াহত হয়েছে৷ সেটা অবশ্য সব নির্বাচনেই হয়৷ নির্বাচন কমিশন বিষয়টি দেখছে৷'

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া দরকার

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া দরকার

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই এদিন বলেন, 'মানুষ যাতে নির্বিঘ্নে নিজের ভোট নিজে দিতে পারে, সেটাই কাম্য৷' তাঁরা নির্বাচন কমিশনের কাছে তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন বলে জানান সৌমেন্দু৷ তিনি বলেন, 'আমরা কমিশনকে বলেছি, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া দরকার৷ মানুষ যাকে চান, তাকেই বেছে নেবেন৷ তৃণমূল ভয় পেয়েছে৷ আমরা কমিশনে আলাউদ্দিন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করেছি৷ তিনি এখানে ঝামেলা করছিলেন৷'

ইভিএম কারচুপির অভিযোগ

ইভিএম কারচুপির অভিযোগ

এদিকে দক্ষিণ কাঁথির দু'টি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে৷ তৃণমূলের অভিযোগ, যে চিহ্নেই ভোট দেওয়া হোক না কেন, ভোট চলে যাচ্ছে বিজেপির কাছে৷ দু'টি বুথেই ইভিএম বদলানোর দাবি তুলেছে তৃণমূল৷ এই বিষয় নিয়েই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল৷ আজ দুপুর ২টোর সময় বিজেপির প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যাবেন৷

কারচুপির অভিযোগ নেই, দাবি বিজেপির

কারচুপির অভিযোগ নেই, দাবি বিজেপির

তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে যে ইভিএম কারচুপির অভিযোগ আনা হচ্ছে, তা কার্যত উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ দলীয় সূত্রে খবর, কাঁথির সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দিচ্ছেন৷ কোথাও কোনও কারচুপির অভিযোগ নেই বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব৷

বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

English summary
Soumendu Adhikari targeted by TMC in South Contai amid allegation of Vote rigging in booths
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X