For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে

মালদহের হবিবপুরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্তর্কলহে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল বিজেপি। এবার সেই মালদহে বিজেপির ঘর ভাঙল তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

মালদহের হবিবপুরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্তর্কলহে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল বিজেপি। এবার সেই মালদহে বিজেপির ঘর ভাঙল তৃণমূল। দলীয় কর্মিসভায় বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জনপ্রিয় নেতা তপন শিকদারের ভাইপো সৌমেন শিকদার।

বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সৌমেন শিকদারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। দলবল নিয়েই সৌমেন যোগ দেন তৃণমূলে। লোকসভার আগে তাঁর যোগদানে মালদহের মাটিতে শক্তিবৃদ্ধি হল রাজ্যের শাসক দলের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই তিনি তোপ দাগেন বিজেপিকে।

তিনি বলেন, বিজেপি উন্নয়নের কোনও কাজ করে না। তাই তাঁদের হাত ধরে চললে এলাকার কোনও উন্নয়ন হবে না। উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে, তাতে তারাই রাজ্যের এক এবং অদ্বিতীয় শক্তি। এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই।

[আরও পড়ুন:দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, 'পরিযায়ী'র মতোই বাংলাছাড়া করার বার্তা শুভেন্দুর][আরও পড়ুন:দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, 'পরিযায়ী'র মতোই বাংলাছাড়া করার বার্তা শুভেন্দুর]

আর শুভেন্দু বলেন, এই জেলায় ভবিষ্যতে কোনও বিজেপি নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির পতাকা নিয়ে কাউকে বেরোতে দেখা যাবে না রাস্তায়। সবাই সামিল হবেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কর্মযজ্ঞে। সবাই তৃণমূল হয়ে যাবেন। লোকসভায় কোনও আসনে জেতা তো দূর অস্ত, বিজেপির পতাকাই দেখা যাবে না। দলে দলে সব বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেবেন। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

[আরও পড়ুন: দীপাবলির প্রাক্কালে হুগলিতে অনুরাগের কোন ছবির শ্যুটিংয়ে এলেন অভিষেক বচ্চন][আরও পড়ুন: দীপাবলির প্রাক্কালে হুগলিতে অনুরাগের কোন ছবির শ্যুটিংয়ে এলেন অভিষেক বচ্চন]

মালদহের হবিবপুরে কর্মিসভায় শুভেন্দু কংগ্রেসকে ছেড়ে নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপি হল একটি পরিযায়ী পাথি। এ রাজ্যে কোনওদিনও তাদের শক্ত ঘাঁটি হবে না। কারণ বাংলা বিজেপিকে কোনওদিনও ঠাঁই দেবে না। এটা বাংলার সংস্কৃতির প্রশ্ন। এই প্রশ্নেই বিজেপি পরিযায়ী পাখির মতো আসবে, আবার চলে যাবে।

[আরও পড়ুন: বিপিএল নিলাম ২০১৯: আফ্রিদি, আশরাফুল, মুশফিকরা কে কোন দলে][আরও পড়ুন: বিপিএল নিলাম ২০১৯: আফ্রিদি, আশরাফুল, মুশফিকরা কে কোন দলে]

English summary
Soumen Sikder, cousin of Tapan Silkder joins in Trinamool Congress leaving BJP. Subhendu Adhikari gives TMC’s flag in his hand and gives message to end BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X