বিজেপি দেশজুড়ে একদলীয় শাসন ও এক ভাষা চায়, কড়া বার্তা তৃণমূলের সৌগতর
বিজেপি দেশজুড়ে একদলীয় শাসন ও এক ভাষা চায়। আমাদের দেশের মৌলিক ঐক্যের পরিপন্থী কাজ করতে বিজেপি সিদ্ধহস্ত। আর আমরা চাই মানুষের কাছে ইতিবাচক বার্তা দিতে। এক দল এক শাসন এবং কেন্দ্রে ও রাজ্যে এক সরকার চায় বিজেপি নেতৃত্ব। তাই একুশের ভোট ধর্মনিরপেক্ষ শক্তির কাছে গুরুত্বপূর্ণ।

সৌগত রায় বলেন, দেশে এখন যা হচ্ছে তা চিন্তার। দেশের বিভিন্ন সংস্থা অবনমনের পথে। দেশে বিভাজনের শক্তিকে উৎসাহ দেওয়া হচ্ছে। শান্তির পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে। কর্ণাটক ও মধ্যপ্রদেশে সরকার ফেলা হয়েছে। এই বিভাজনের রাজনীতি থেকে দেশে রক্ষা করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে।

সৌগত রায় আরও বলেন, রাজভবন নামে প্রতিষ্ঠানকেও বিনষ্ট করার চেষ্টা চলছে। দিনের পর দিন রাজ্য-বিরোধী মন্তব্য করে চলেছেন রাজ্যপাল। এখানে গোপালকৃষ্ণ গান্ধীর মতো রাজ্যপাল ছিলেন। তিনি এই পদের মর্যাদা বাড়িয়েছিলেন। আর এখন যিনি আছেন তিনি মর্যাদার হানি করছেন।
শুভেন্দুকে নিয়ে মমতাকে রিপোর্ট! দ্বিতীয় বৈঠক শেষে সৌগত জানালেন সম্ভাবনার কথা