For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতায় সম্পূর্ণ আস্থা সোনিয়ার, বাংলার নেত্রীর ‘সাড়া’য় নয়া সমীকরণের জল্পনা দিল্লিতে

বিজেপি-বিরোধী ঐক্য গড়ে তুলতে সোনিয়া গান্ধী ডিনারে আমন্ত্রণ জানানো হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি বিরোধী অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বকেও।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পাওয়া জরুরি। সেই কারণেই সোনিয়া গান্ধী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়েই বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি করতে। তাই আর দেরি না করে বিজেপি-বিরোধী ঐক্য গড়ে তুলতে ফের ডিনারে আমন্ত্রণ জানানো হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি বিরোধী অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বকেও।

মমতায় সম্পূর্ণ আস্থা সোনিয়ার, বাংলার নেত্রীর ‘সাড়া’য় নয়া সমীকরণের জল্পনা দিল্লিতে

[আরও পড়ুন:সারদাকাণ্ডে বিশেষ 'ছাড়' কুণালকে, আইনজীবীদের কর্মবিরতিতে নিজেই করলেন সওয়াল][আরও পড়ুন:সারদাকাণ্ডে বিশেষ 'ছাড়' কুণালকে, আইনজীবীদের কর্মবিরতিতে নিজেই করলেন সওয়াল]

মোট কথা, ২০১৯-এর লক্ষ্যে এখন থেকেই একটা সমাঝোতায় আসতে চাইছে কংগ্রেস। সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সোনিয়া গান্ধী চান সকলকে নিয়ে চলে বিজেপির অপশাসনের অবসান ঘটাতে। আর এই লক্ষ্যে তৃণমূল নেত্রীর ভূমিকা যে বিশেষ গুরুত্বপূর্ণ তা বোঝেন সোনিয়া। তাই তিনি নিজে উদ্যোগ নিয়ে মমতাকে আহ্বান করেছেন ডিনারে।

এদিকে সোনিয়ার আমন্ত্রণ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না গেলেও প্রতিনিধি পাঠাবেন বলে ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ত্রিপুরায় কংগ্রেসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হলেও বৃহত্তর স্বার্থে তিনি সোনিয়ার ডাকে সাড়া দিচ্ছেন।
উল্লেখ্য, ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ফোন করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন রাহুল। তার ফলে কংগ্রেস সভাপতির প্রতি ক্ষুব্ধ মমতা।

তবে এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের পরবর্তী টার্গেট লালকেল্লা। বিজেপির বাংলা টার্গেটের জবাবে দিল্লির মসনদরে পাখির চোখ করে এগোতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন, তাঁদের টার্গেট লালকেল্লা।

সেইসঙ্গে মমতা বুঝিয়ে দিয়েছেন, নিজে নন, তিনি অন্যকে বসাতে চান দিল্লির তখতে। স্বভাবতই তাঁর এই কথায় কংগ্রেসের সঙ্গে জোট-বার্তাই প্রকাশ পেয়েছে। তার উপর নিজে উদ্যোগ নিয়ে বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনে দক্ষিণী দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি।

এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়ার আমন্ত্রণ দিল্লির রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোনিয়া চাইছেন মমতাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজেপি বিরোধী ফ্রন্টের গুরুদায়িত্ব দিতে। তা কতখানি ফলপ্রসূ হবে, তা সোনিয়ার ডিনারে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতেই জানা যাবে।

গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধাক্কা দেওয়ার পর উপনির্বাচনগুলিতেও ভালো ফল করেছে কংগ্রেস। তবে সম্প্রতি ত্রিপুরা-সহ উত্তরপূর্বের তিন রাজ্যে বিজেপির দখলদারিতে কংগ্রেস ফের খানিক ব্যাকফুটে। সামনেই কর্নাটক, রাজস্থান ও মধ্যপ্রদেশের নির্বাচনে তাই বিজেপিকে ধাক্কা দিতে চায় কংগ্রেস। আর তাদের সর্বোপরি লক্ষ্য ২০১৯-এর লোকসভা।

[আরও পড়ুন: শেষে আলিমুদ্দিনে আসতে হবে মমতাকে! অস্তিত্ব সংকটে পড়ে এ কেমন 'বার্তা' গৌতমের ][আরও পড়ুন: শেষে আলিমুদ্দিনে আসতে হবে মমতাকে! অস্তিত্ব সংকটে পড়ে এ কেমন 'বার্তা' গৌতমের ]

English summary
Sonia Gandhi invites Mamata Banerjee in dinner on 13th March and new speculation is growing in Delhi politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X