For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বাম-কংগ্রেস জোটকে সঙ্ঘবদ্ধ আন্দোলনের বার্তা সোনিয়া গান্ধীর

প্রদেশ কংগ্রেসের তাল বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বাম ও কংগ্রেস জোটকে আরও সক্রিয় হওযার বার্তা দিলেন। প্রদেশ নেতাদের তিনি বললেন, বামেদের সঙ্গে যৌথভাবে আন্দোলন নামতে।

Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেসের তাল বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বাম ও কংগ্রেস জোটকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন। প্রদেশ নেতাদের তিনি বললেন, বামেদের সঙ্গে যৌথভাবে রাজ্য জুড়ে আন্দোলন নামতে। শুক্রবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে প্রদেশ নেতাদের বৈঠক হয় দিল্লিতে। তারপরই এমন সিদ্ধান্তের কথা জানালেন সোনিয়া গান্ধী।

বামেদের সঙ্গে যৌথ আন্দোলনের বার্তা

বামেদের সঙ্গে যৌথ আন্দোলনের বার্তা

রাজ্যের বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান প্রদেশ নেতা আবদুল মান্নান দফায় দফায় সেনিয়ার সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস সভানেত্রী মান্নানকে জানান, কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলের বিরুদ্ধে তাঁদের লড়াই। সেই লড়াই লড়তে গেলে বামেদের সঙ্গে যৌথ আন্দোলন গড়ে তুলতে হবে। বামেদের সঙ্গে যৌথ আন্দোলন ছাড়া এই মহূর্তে কোনও পথ নেই কংগ্রেসের।

বাম-কংগ্রেস জোট অটুট রাখার বার্তা

বাম-কংগ্রেস জোট অটুট রাখার বার্তা

আবদুল মান্নান জানান, আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সোনিয়াজি নির্দেশ দিয়েছেন বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও জানিয়েছেন, বাম-কংগ্রেস জোট বজায় থাকলে রাজ্যে বিজেপির এহেন উত্থান হত না। বাংলায় রাজনৈতিক পরিস্থিতির এই হালও হত না বাম-কংগ্রেস জোট অটুট থাকলে।

বিজেপি-তৃণমূলের মোকাবিলায় সোনিয়া

বিজেপি-তৃণমূলের মোকাবিলায় সোনিয়া

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটে জোট হয় বাম-কংগ্রেসের। কিন্তু ভোটের ফলে জোট ব্যর্থ হওয়ায় ফের পৃথকভাবে লড়াই শুরু করে বামফ্রন্ট ও কংগ্রেস। জোট ভেঙে যাওয়ার ফলেই বিজেপি রাজ্যে এতখানি বাড়তে পেরেছে। তাই ফের বামেদের সঙ্গে জোট গড়েই বিজেপি-তৃণমূলের মোকাবিলায় নেমেছে কংগ্রেস।

<strong>[ বিজেপিতে মোহভঙ্গ! গ্রহণ কাটিয়ে দলে দলে যোগদানে ফের কার্যালয় পুনরুদ্ধার তৃণমূলের]</strong>[ বিজেপিতে মোহভঙ্গ! গ্রহণ কাটিয়ে দলে দলে যোগদানে ফের কার্যালয় পুনরুদ্ধার তৃণমূলের]

English summary
Sonia Gandhi gives message to Pradesh Congress to run with Left Front. She says Congress and LF do fight united against BJP and TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X