দুই সন্তানের সামনেই সিলিংয়ে ঝুলে আত্মহত্যা স্বামী-স্ত্রীর, হইচই সোনারপুরে
চার বছরের ছেলে ও দুই বছরের মেয়ের চোখের সামনে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈষ্ণবপাড়ায়। হইচই পড়ে গিয়েছে এলাকায়। সংক্ষিপ্ত ঝগড়ার পরই স্বামী-স্ত্রী মিলে মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছেন বলে প্রতিবেশীরা দাবি করেছেন।

নিহত দম্পতির নাম তাপস ও প্রিয়াঙ্কা নাইয়া। পুলিশ জানিয়েছে, সন্তানদের সামনেই আত্মঘাতী হয়েছেন দুজনে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে তাপস ও প্রিয়াঙ্কার মধ্যে অশান্তি হয়। তবে এমন ঝগড়া দুজনে প্রায়ই করতেন বলে প্রতিবেশীরা শুনতে পেয়ে বেশি পাত্তা দেননি। তবে কিছুক্ষণ পরে চুপচাপ হয়ে যেতেই চার বছরের পুত্র আয়ূষ দরজার ভিতর থেকে চেঁচাতে শুরু করে।
তারপরে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা ছুটে যান। তখন দেখতে পান, ঘরের সিলিংয়ে দুজনে ঝুলছেন। নিচে বসে রয়েছে ছোট্ট মেয়ে আরাধ্যা। ভাই-বোন তখন খেলা করছিল। তার ফাঁকেই আত্মহত্যা করেন দম্পতি।
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। প্রতিবেশীরা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাপস ও প্রিয়াঙ্কাকে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।