For Quick Alerts
For Daily Alerts
দমদমে রাস্তায় বৃদ্ধ বাবাকে ফেলে দিয়ে চম্পট ছেলে-বৌমার
দমদম বিমানবন্দরের কাছে মাইকেল নগর এর গ্রিন পার্ক এলাকায় এক বছর ৬৫ -র বৃদ্ধ ব্যক্তিকে রাস্তার উপরে ভ্যাটের মধ্যে ফেলে দিয়ে যাওয়ার অভিযোগ ছেলে এবং বৌমার বিরুদ্ধে।

এলাকার মানুষজন জানাযন, পাঁচ দিন আগে রাতের অন্ধকারে বৃদ্ধের ছেলে এবং ছেলের বউ ভ্যানে করে এনে ফেলে দিয়ে চলে যায়। বৃদ্ধ ব্যক্তির বাড়ি কাকিনাড়া এলাকায়। এই পাঁচ দিন ধরে সেখানে পড়ে আছেন বৃদ্ধ মানুষটি। এলাকার মানুষজন তারা কোনমতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তার পাশে দাঁড়িয়েছে।
কাউকে কোনভাবে বলেও লাভ হয়নি। বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধ ব্যক্তির বাড়ির ঠিকানা এবং নাম জানার চেষ্টা করছে। যদিও বৃদ্ধ এতটাই অসুস্থ পুরো কথা ভালোমতো বলতে পারছেন না।
পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রথমে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। ছেলে এবং ছেলের বউয়ের খোঁজ করছে পুলিশ