For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহিরাগত সত্ত্বেও ছেলের জয় নিশ্চিত! কত ভোট পাবে, জানালেন বিজেপি নেতা অর্জুন সিং

ভাটপাড়ায় অবাধে ঢুকেছে বহিরাগত। এদিন এমনটাই অভিযোগ করলেন সেখানকার ৪ বারের বিধায়ক অর্জুন সিং।

Google Oneindia Bengali News

ভাটপাড়ায় অবাধে ঢুকেছে বহিরাগত। এদিন এমনটাই অভিযোগ করলেন সেখানকার ৪ বারের বিধায়ক অর্জুন সিং। তাঁর মতে এবারের মতো এত বহিরাগত কখনও এখানে আসেনি। তবুও তাঁর দাবি, ভাটপাড়ার এবারের বিজেপি প্রার্থী তথা নিজের ছেলে পবন তার রেকর্ড ভেঙে জিতবে বলেও আশাপ্রকাশ করেছেন অর্জুন সিং।

বহিরাগত সত্ত্বেও ছেলের জয় নিশ্চিত! কত ভোট পাবে, জানালেন বিজেপি নেতা অর্জুন সিং

এদিন বাবা ছেলে অর্জুন সিং এবং পবন সিং সকালেই ভোট দেন ভাটপাড়ার সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ১৪৪ বুথে। একইসঙ্গে গিয়ে তাঁরা লাইনে দাঁড়ান। বুথের প্রথম ভোটটি দেন অর্জুন সিং। দ্বিতীয় ভোটটি দেন ভাটপাড়ার এবারের প্রার্থী পবন সিং।

[আরও পড়ুন: সারা দেশে ও নিজের রাজ্যে বিজেপির আসন সংখ্যা! ভোট দিয়ে বেরিয়ে বললেন যোগী আদিত্যনাথ][আরও পড়ুন: সারা দেশে ও নিজের রাজ্যে বিজেপির আসন সংখ্যা! ভোট দিয়ে বেরিয়ে বললেন যোগী আদিত্যনাথ]

এবার ভাটপাড়ায় নিজের অভিজ্ঞতা যে একটু অন্যরকম তাও জানিয়েছেন অর্জুন সিং। কেননা এই প্রথম ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছেন তিনি। সেখানেই তিনি জানান, ভোটে নজরদারি চালাতে তাঁকে বের হতে হবে।

[আরও পড়ুন: ভাটপাড়ায় '৫ মিনিটে সাফ'-এর কোন বার্তা দিয়ে অর্জুনকে নিশানা মদনের ][আরও পড়ুন: ভাটপাড়ায় '৫ মিনিটে সাফ'-এর কোন বার্তা দিয়ে অর্জুনকে নিশানা মদনের ]

English summary
Son Paban will break his record in Bhatpara, claims BJP leader Arjun Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X