For Quick Alerts
For Daily Alerts
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলাইকুন্ডু গ্রামের এই ঘটনায় পুলিশ অভিযুক্ত অভিজিৎ মেট্যাকে আটক করেছে। মঙ্গলবার সকালে উদ্ধার করা হয় সুভাষ মেট্যা নামে বছর ৬০ এর ব্যক্তির মৃতদেহ।

পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তার পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়।
[আরও পড়ুন:ছেলেধরা সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা]
পুলিশ জানিয়েছে যে বেশ কিছুদিন ধরে সুভাষ মেট্যার সঙ্গে তার বড় ছেলে অভিজিতের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সোমবার রাতেও ঝগড়া হয়। রাতে তিনি যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় তার ছেলে তাকে খুন করে।
[আরও পড়ুন:থিম নয়, সাবেকিয়ানায় ভর করে ১০১তম বর্ষে পা বাগবাজার সর্বজনীনের]