For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন আর দেরি নয়! তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বিমানকে চিঠি লিখলেন সোমেন

একসঙ্গে পথ চলা শুরু হল না আজও। তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাম-কংগ্রেস একই অবস্থানে রয়ে গেল।

Google Oneindia Bengali News

একসঙ্গে পথ চলা শুরু হল না আজও। তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাম-কংগ্রেস একই অবস্থানে রয়ে গেল। একমাস পরেই ভোট, অথচ আজও যৌথ আন্দোলন গড়ে তুলতে পারেননি সূর্যকান্ত মিশ্র-বিমান বসু ও সোমেন মিত্ররা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র চিঠি দিলেন বিমান বসুকে।

এখন আর দেরি নয়...! বিমানকে চিঠি লিখলেন সোমেন

তিনি বিমান বসুকে লেখে, অবিলম্বে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিন। এই চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি বৈঠক ডাকলেন বিমান বসু। তিনি অনতিবিলম্বে জানাবেন তাঁর দলের সিদ্ধান্ত। উল্লেখ্য, গান্ধী জন্মজয়্ন্তী উপলক্ষে প্রদর্শনীতে অংশ নিতে প্রদেশ কংগ্রেস দফতরে গিয়েছিলেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা।

সেদিন দু-পক্ষের মধ্যে বৈঠক হয়েছিল। যৌথ মঞ্চ গড়ে বাম ও কংগ্রেস তৃণমূল-বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছিল সেদিন। কিন্তু তারপর সেভাবে কোনও যৌথ কর্মসূচিতে দেখা যায়নি বাম-কংগ্রেসকে। তারপর একাধিকবার ফোনে কথা হলেও কোনও কর্মসূচি হয়নি যৌথ।

সোমেনবাবু বিমানবসুকে লেখা চিঠিতে উল্লেখ করেন মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি, অন্যান্য ছোট দলগুলিকে নিয়ে জোট তৈরি করে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পেরেছে। তাহলে আমরাও পারব জোট গড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কড়া হাতে মোকাবিলা করতে। আগে থেকে জোট না গড়লে মানুষের বিশ্বাস অর্জন করা যাবে না।

কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ২৫ নভেম্বর। কংগ্রেসের দাবি সমঝোতা প্রাথমিকভাবে হয়ে রয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কংগ্রেসকে ছেড়ে করিমপুরে প্রার্থী দেবে বামেরা। কিন্তু তা চূড়ান্ত হয়নি। তাই সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিন।

English summary
Pradesh Congress President Somen Mitra writes a letter to Biman Basu for alliance before By election in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X