For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই আসনে জট না কাটলে বঙ্গে জোট নয় সিপিএমের সঙ্গে! রাহুলকে জানালেন সোমেন

দুই আসনের জট না কাটলে কোনও জোট আলোচনা নয়। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Google Oneindia Bengali News

দুই আসনের জট না কাটলে কোনও জোট আলোচনা নয়। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ না ছাড়লে সিপিএমের সঙ্গে আসন সমাঝোতা করা যাবে না। তবে রাহুল গান্ধীর কাছে সোমেন জানান, তাঁরা শুধু রফা নয়, জোট চান সিপিএমের সঙ্গে।

দুই আসনের জট না কাটলে বঙ্গে জোট নয় সিপিএমের সঙ্গে! রাহুলকে জানালেন সোমেন

সোমেনের কথায়, রাজ্যে এখন সিপিএম ক্ষয়িষ্ণু। কংগ্রেস অনেক জায়গায় তাঁদের শক্তি ধরে রেখেছে। কিন্তু সিপিএম বা বামেরা সেটুকুও পারেনি। এই অবস্থায় তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তবে এটুকু স্বার্থত্যাগ করতে হবে সিপিএমকে। কিন্তু বামেরা তা করতে নারাজ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, সিপিএমের ফর্মুলায় আসনরফায় রাজি নয় কংগ্রেস। মুর্শিদাবাদে কংগ্রেস বাড়ছে। তৃণমূল কংগ্রেস, এমনকী সিপিএম ভেঙেও কংগ্রেসে আসছেন কর্মী-সমর্থকরা। তাই জায়গা বিশেষে সিপিএমের নমনীয় হওয়া উচিত। যদি তাঁরা জোট চায়, তবে এটুকু স্বার্থত্যাগ করতেই হবে।

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের মাঝে ২০১৪ সালের লোকসভা নির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানও পেশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নিজেদের শক্তি বোঝান। উল্লেখ্য, এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের আপাত প্রাধ্যন্য রয়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ার একাংশে। এখানকার কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে।

[আরও পড়ুন: লোকসভায় প্রার্থী স্থির করতে তৃণমূলের দিকে তাকিয়ে বিজেপি! ৪২ আসনে নজরে যাঁরা][আরও পড়ুন: লোকসভায় প্রার্থী স্থির করতে তৃণমূলের দিকে তাকিয়ে বিজেপি! ৪২ আসনে নজরে যাঁরা]

কিন্তু সিপিএম সোজা অঙ্কে এই দুই আসনে লড়তে চাইছে। তাদের সাফ কথা, এই দুটি আসন তাদের দখলে রয়েছে। অতএব এই দুইটি আসনে তাঁদের চাই। কংগ্রেস অযথা অধিকার ফলাচ্ছে। তাই জোট বা আসনরফা আটকে রয়েছে বলে অভিযোগ সিপিএম তথা বামেদের।

[আরও পড়ুন: বাংলার ছয় আসনে পারস্পরিক লড়াই নাকি জোট! রাহুলকে 'প্রয়োজনীয়' চিঠি সোমেনের ][আরও পড়ুন: বাংলার ছয় আসনে পারস্পরিক লড়াই নাকি জোট! রাহুলকে 'প্রয়োজনীয়' চিঠি সোমেনের ]

বাংলায় বিজেপির অগ্রগতি রুখতে এবং তৃণমূল কংগ্রেসকে ২০২১ ক্ষমতা থেকে হটাতে সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট প্রয়োজন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর এই মর্মে আবেদন জানানো হল সিপিএমের সঙ্গে আসনরফা করেই আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করা জরুরি। এমনই বার্তা দিয়েছেন সোমেন মিত্র।

English summary
Somen Mitra rejects CPM’s alliance formula and messages to Rahul Gandhi. He says Congress wants alliance after two seats problem,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X