For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-কংগ্রেস জোট 'পাকা' বাংলায়! আশঙ্কার মেঘ সরিয়ে সোনিয়ার অনুমোদন লাভ সোমেনের

বামফ্রন্টের সঙ্গে জোট আগেই পাকা করে ফেলেছিলেন সোমেন মিত্র। এবার প্রদেশ কংগ্রেসের জানাল, আসন্ন তিন কেন্দ্রের উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটে সায় দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Google Oneindia Bengali News

বামফ্রন্টের সঙ্গে জোট আগেই পাকা করে ফেলেছিলেন সোমেন মিত্র। এবার প্রদেশ কংগ্রেসের জানাল, আসন্ন তিন কেন্দ্রের উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটে সায় দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তখনই বাম-কংগ্রেস জোটে সম্মতি জানান সোনিয়া।

সোনিয়ার সম্মতি জোটে

সোনিয়ার সম্মতি জোটে

কালিয়াগঞ্জ, খড়গপুর ও করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোট করে লড়ার সিদ্ধান্ত নেয় বাম ও কংগ্রেস। ইতিমধ্যেই রফাসূত্রও সেরে ফেলেছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। এ ব্যাপারে সম্মতি নিতেই তিনি দিল্লিতে দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে।

রফাসূত্রেও সায় সোনিয়ার

রফাসূত্রেও সায় সোনিয়ার

সোমেন মিত্র জানান, বামেরা খড়গপুর ও কালিয়াগঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে সম্মত হয়েছে। করিমপুর আসনটি বামেদের ছেড়ে দেওয়া হচ্ছে। ২০১৬ সালের আগে এই কেন্দ্রে বামেদের বিধায়ক ছিল দীর্ঘদিন। সেই কারণেই বামেদের ছেড়ে অন্য দুটি আসনে কংগ্রেস লড়তে চাইছে।

প্রদেশে আলোচনায় সোনিয়ার বার্তা

প্রদেশে আলোচনায় সোনিয়ার বার্তা

সোনিয়া গান্ধী জানান, যদি বামনেতাদের কোনও আপত্তি না থাকে, কংগ্রেসেরও এই রফায় জোট করতে কোনও আপত্তি নেই। এবার প্রদেশ কংগ্রেসের হাতেই সব কিছু। কংগ্রেস সবুজ সংকেত পেয়ে গিয়েছে আই কম্যান্ডের। তা নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস দফতরে আলোচনায় বসবেন নেতারা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

কংগ্রেসে মতভেদ, তবু জোটে

কংগ্রেসে মতভেদ, তবু জোটে

লোকসভা ভোটে ভরাডুবির পর দু-দল সম্মত হয় জোট গড়ে লড়ার ব্যাপারে। যদিও কংগ্রেস নেতৃত্বের একটা অংশ চায় এককভাবে লড়তে। তাঁদের কথায়, বামেদের সঙ্গে জোট করে লড়ার অর্থ ভাবমূর্তি নষ্ট করা। তাঁদের আরও যুক্তি বহরমপুরে অধীর চৌধুরী একা লড়াই করে দেখিয়ে দিয়েছেন এককভাবেও জেতা যায়।

পুরসভা ভোটেও জোট ভাবনা

পুরসভা ভোটেও জোট ভাবনা

তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও সিপিএম এবার তিন উপনির্বাচনের পাশাপাশি কলকাতা পুরসভাতেও জোট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। যৌথ কর্মসূচি তো নেওয়া হচ্ছেই, সেইসঙ্গে আলোচনা চলছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের আসনরফা নিয়েও।

English summary
Somen Mitra confirms the approval of Sonia Gandhi on the alliance with left front. Pradesh Congress finalized alliance with Left before, now gets approval.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X