For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির সঙ্গে আপোস করিনি, পুলিশকে আর কী বললেন অনুব্রত

দুর্নীতির সঙ্গে আপোস করিনি। কোনওদিন করব না। কারও কাছ থেকে জোর করে টাকা তোলা যাবে না। দলের কেউ তোলাবাজিতে যুক্ত থাকলে গ্রেফতার করা হোক। মুরারইতে দলীয় সভায় এমনটাই বললেন তৃণমূল জেলা সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতির সঙ্গে আপোস করিনি। কোনওদিন করব না। কারও কাছ থেকে জোর করে টাকা তোলা যাবে না। দলের কেউ তোলাবাজিতে যুক্ত থাকলে গ্রেফতার করা হোক। বীরভূমের মুরারইতে দলীয় সভায় এমনটাই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

দুর্নীতির সঙ্গে আপোস করিনি, পুলিশকে আর কী বললেন অনুব্রত

মুরারইয়ের জাজিগ্রামে তোলাবাজিতে দলের যুক্ত থাকার কথা তাঁর কানে গিয়েছে। এই ঘটনায় যুক্ত থাকাদের কাউকেই রেয়াত করা হবে না। স্থানীয় সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি দল তোলাবাজিকে প্রশ্রয় দেয় না। বিধায়ক কিংবা, ব্লক সভাপতির লোক হলে তাঁকেও জেলে ঢোকানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত।

নাম ভাঙিয়ে দলের লোক তোলাবাদি করছে বলে বলে অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল। আইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোলাবাজির সঙ্গে যাঁরা যুক্ত, তাদের সাত দিনের মধ্যে গ্রেফতার করুন। তারপর তিনি বুঝে নেবেন।

জেলায় দলের সহ-সভাপতি রানা সিংহকে অনুব্রত নির্দেশ দেন, প্রশাসনের সঙ্গে কথা বলে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এদিকে, মুরারইয়ের সভায় অনুব্রত মণ্ডলের এই আহ্বানের পর জেলার বিরোধী নেতারদের প্রশ্ন, প্রশাসনকে আদৌ কি নির্দেশ দিতে পারেন অনুব্রত।

English summary
Some of the party members of TMC in Birbhum are involved in extortion. District TMC President Anubrata Mondal cautioned to take action against the accused members.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X