For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি প্রভাবিত অঞ্চলে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক! বোঝাতে নামলেন বিডিও

এবার রাস্তার দাবি তুলে ভোট বয়কট করার ডাক দিলেন গোয়ালতোড় এলাকার কুন্দরিশোল গ্রামের বাসিন্দারা।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

গ্রামের রাস্তা বেহাল। রাস্তা মেরামত করা ও‌ মাটির রাস্তার বদলে সেটি পিচের বা ঢালাই রাস্তা করার দাবি বারে বারে করলেও রাস্তার হাল ফেরেনি। তাই এবার রাস্তার দাবি তুলে ভোট বয়কট করার ডাক দিলেন গোয়ালতোড় এলাকার কুন্দরিশোল গ্রামের বাসিন্দারা। নিজেদের দাবি ও ভোট বয়কট করার সিদ্ধান্তের কথা জানিয়ে এলাকায় পোস্টারও দিয়েছেন তারা।

বিজেপি প্রভাবিত অঞ্চলে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক! বোঝাতে নামলেন বিডিও

গ্রামবাসীদের অভিযোগ, কুন্দরিশোল থেকে বীরবান্দি, হূমগড়, আমকোপা যাওয়ার রাস্তা বেহাল হয়ে আছে দীর্ঘদিন। গ্রামের কাচা রাস্তা । বর্ষার সময় এই রাস্তা দিয়ে হাটা যায় না। পর পর কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা আরও খারাপ হয়েছে। বছর খানেক আগে সামান্য মোড়াম ফেলা হলেও এখন ওই রাস্তাতে চলাই দায়। তাঁরা বলছেন, অনেক বার এই রাস্তা মেরামত করার দাবি জানালেও কিছু হয নি। তাই আর কোন উপায় না পেয়ে ভোট বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই এলাকা পড়ে ঝাড়গ্রাম লোকসভা এলাকার মধ্যে। গোয়ালতোড়ের এই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। সেই এলাকায় রাস্তার দাবি তুলে ভোট বয়কট করার ডাক দিলেন বাসিন্দারা।

এই গ্রামের বাসিন্দাদের সিদ্ধান্তের কথা পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকদের কাছেও। এলাকার বিডিও স্বপনকুমার দেব বলেছেন, এখন তো কিছু করা যাবে না। তারা গিয়ে গ্রামবাসীদের বোঝাবেন। ভোট মিটে গেলেই যাতে ওই রাস্তা মেরামত করা যায় তার ব্যবস্থা করা হবে।

English summary
Some People under Jhargram Constituency calls for vote boycott for bad road condition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X