For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজব কাণ্ড বীজপুরে! ২ বার করে ভোট দিলেন অনেকেই

যতকাণ্ড ব্যারাকপুরে। এদিন ব্যারাকপুরে অন্তর্গত বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথের বেশ কয়েকজন ভোটার দুইবার ভোট দিলেন। পোলিং অফিসারের ভুলে এই কাণ্ড বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

যতকাণ্ড ব্যারাকপুরে। এদিন ব্যারাকপুরে অন্তর্গত বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথের বেশ কয়েকজন ভোটার দুইবার ভোট দিলেন। পোলিং অফিসারের ভুলে এই কাণ্ড বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়াও এইভাবে ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজব কাণ্ড বীজপুরে! একদিনে ২ বার ভোট দিলেন অনেকে

ব্যারাকপুরের অন্তর্গত বীজপুরের ১১৬ নম্বর বুথ। প্রত্যেক বুথের মতো এদিন সকালে এই বুথেও মক পোল করেন পোলিং অফিসার। ছিলেন অন্য ভোটকর্মী এবং এজেন্টরাও। কিন্তু ইভিএম-এ মকপোলের সংখ্যা না মুছেই ভোটগ্রহণ শুরু হয়ে যায়। ৮৫ জন ভোট দিয়ে বেরিয়েও যান। সেই সময় বিষয়টি খেয়ালে আসে বলে জানা গিয়েছে।

এরপর কাছাকাছি থাকা এইসব ভোটারদের বাড়িতে খবর দেওয়া হয় ফের ভোট দেওয়ার জন্য। অনেকে দ্বিতীয়বার ভোট দিতে পৌঁছেও যান এবং ভোট দেন। এই ঘটনায় ভোটকর্মীদের কুশলতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন:বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুথে ঢুকতেই দিল না তৃণমূলের এজেন্ট, ব্যারাকপুরে তুমুল গোলমাল][আরও পড়ুন:বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুথে ঢুকতেই দিল না তৃণমূলের এজেন্ট, ব্যারাকপুরে তুমুল গোলমাল]

যদিও, এইভাবে দ্বিতীয়বার ভোট দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা কোনও অনিয়ম হলে, নতুন করে দ্বিতীয়বার ভোটগ্রহণ করা হয়। তাই এই বুথে পুনরায় নির্বাচন নিয়ে কমিশন এখন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

[আরও পড়ুন: মোহনপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! তৃণমূল সমর্থকদের মারে মুখ ফাটল অর্জুনের][আরও পড়ুন: মোহনপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! তৃণমূল সমর্থকদের মারে মুখ ফাটল অর্জুনের]

English summary
Some people in Bijpur under Barrackpur have cast their vote for two times. It is alleged that,without deleteing mock poll data, vote has atarted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X