For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেউ কেউ পা বাড়িয়ে রয়েছে' তৃণমূল ফের ভাঙতে পারে, আশঙ্কা খোদ দলনেত্রী মমতার গলায়

দল থেকে বিজেপিতে যাওয়ার প্রবণতা যে কিছুটা হলেও হিড়িকে পরিণত হয়েছে তা এদিন মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে আরও কয়েকজনকে ভাঙিয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা মুকুল রায় অনেক আগেই জানিয়ে দিয়েছেন, খেল অভি বাকী হ্যায়। আর সেটা যে হচ্ছে তা চোখের সামনেও ধরা পড়ছে। সৌমিত্র খাঁ থেকে শুরু করে মঙ্গলবার বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে বিজেপি নিজেদের দলে ভিড়িয়ে নিল।

কেউ কেউ পা বাড়িয়ে রয়েছে তৃণমূল ফের ভাঙতে পারে, আশঙ্কা খোদ মমতার গলায়

এছাড়া শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে আরও কয়েকজন ইতিমধ্যে শিবিরে যোগ দিয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটদের নামও শোনা যাচ্ছে।

দল থেকে বিজেপিতে যাওয়ার প্রবণতা যে কিছুটা হলেও হিড়িকে পরিণত হয়েছে তা এদিন মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিজেপি সরকারকে চরম আক্রমণ করার পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, দলের কয়েকজন বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন। এই ধরনের কর্মী ও নেতা দল থেকে চলে গেলেই দলের মঙ্গল বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন:মোদীর বিরুদ্ধে বারাণসী থেকেই কি লড়বেন মমতা! ভোট-রণাঙ্গন নিয়ে কোন হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর ][আরও পড়ুন:মোদীর বিরুদ্ধে বারাণসী থেকেই কি লড়বেন মমতা! ভোট-রণাঙ্গন নিয়ে কোন হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর ]

প্রসঙ্গত, এদিন বিজেপি পশ্চিমবঙ্গের সবকটি আসন ও এলাকাকে স্পর্শকাতর বলে ঘোষণা করার আর্জি নিয়ে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে। তার বিরুদ্ধেই এদিন তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সবকটি আসনেই বিজেপি হারবে বলেও দাবি করেছেন তৃণমূলনেত্রী।

[আরও পড়ুন; 'বাংলাকে অপমান করেছে বিজেপি', অতিস্পর্শকাতর বুথ ইস্যুতে তোপ মমতার ][আরও পড়ুন; 'বাংলাকে অপমান করেছে বিজেপি', অতিস্পর্শকাতর বুথ ইস্যুতে তোপ মমতার ]

English summary
Some party leaders may quit TMC, says Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X