For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ার অযোধ্যার সঙ্গে যোগ উত্তর রামের অযোধ্যার! ভূমি পুজোর জন্য গেল মমতার রাজ্যের মাটি

মঙ্গলবার অযোধ্যায় পৌঁছে যাবে পুরুলিয়ার অযোধ্যার মাটি। পুরুলিয়া বিজেপির তরফ থেকে তিন কলস মাটি পাঠিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এর আগে নবদ্বীপ, হুগলির ত্রিবেণী-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাটি ও জ

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার অযোধ্যায় পৌঁছে যাবে পুরুলিয়ার অযোধ্যার মাটি। পুরুলিয়া বিজেপির তরফ থেকে তিন কলস মাটি পাঠিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এর আগে নবদ্বীপ, হুগলির ত্রিবেণী-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাটি ও জল পাঠানো হয়েছে অযোধ্যায়।

৫ জুলাই লকডাউনের লাভ তুলবেন সাধারণ মানুষ! বারবার দিন পরিবর্তন নিয়ে মমতাকে আক্রমণ রাহুলের৫ জুলাই লকডাউনের লাভ তুলবেন সাধারণ মানুষ! বারবার দিন পরিবর্তন নিয়ে মমতাকে আক্রমণ রাহুলের

পুরুলিয়ার অযোধ্যার সঙ্গে রামের অযোধ্যার যোগ

পুরুলিয়ার অযোধ্যার সঙ্গে রামের অযোধ্যার যোগ

১৪ বছরের বনবাসকালীন সময়ে রাম-সীতা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ছিলেন বলে কথিত আছে। লোকের মুখে এমন বহু টুকরো টুকরো কল্পকাহিনী শোনা যায়। কথিত আছে সীতা তৃষ্ণার্ত হওয়ায় অযোধ্যায় তির নিক্ষেপ করে জল বের করা হয়েছিল। সেই সজল পান করেছিলেন সীতা। তাই পাহাড়ের ওই এলাকার নাম সীতাকুণ্ড।

পুরুলিয়া থেকে গেল ৩ কলস মাটি

পুরুলিয়া থেকে গেল ৩ কলস মাটি

স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে ৩ কলস মাটি পাঠানো হয়েছে উত্তর প্রদেশের অযোধ্যায়। শনিবার অযোধ্যা পাহাড়ের রামমন্দির এবং সীতাকুণ্ড ও লহরিয়ার রামমন্দির থেকে তিন কলসি মাটি পাঠানো হয়। যা ঝাড়খণ্ডের রাঁচি হয়ে অযোধ্যায় পাঠানো হয়েছে।

মানুষের আবেগকে কাজে লাগাতে চায় বিজেপি

মানুষের আবেগকে কাজে লাগাতে চায় বিজেপি

স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই ৩ রামমন্দিরকে ঘিরে। তাকে কাজে লাগাতে চায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির তরফে নানা অনুষ্ঠান

বিজেপির তরফে নানা অনুষ্ঠান

৫ অগাস্ট অযোধ্যায় ভূমি পুজোর দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রামমন্দিরে দিনভর অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে পুজো পাঠ, ভোজন ছাড়াও ভূমি পুজোর অনুষ্ঠানের লাইভ দেখানোর বন্দোবস্ত রাখা হয়েছে।

English summary
Soil from Sita Kund of Purulia, will reach Ayodhya for Ram Mandir Constriction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X