উত্তরবঙ্গে 'স্নো ফল', দারুণ খুশি পর্যটকেরা
উত্তরবঙ্গে শীত কালে বহু পর্যটক পাহাড়ে যান ঘুরতে। কিন্তু সেই পাহাড়ে যদি 'স্নো ফল' শুরু হয় তাহলে পর্যটকদের মধ্যে একটু বাড়তি উন্মাদনাই দেখা যায়। এবারও বর্ষশেষ ও নতুন বছরের শুরুর দিন গুলিতে পাহাড়ে "স্নো ফল" হবে বলে একটা রিপোর্ট দিয়েছিল আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকেই তা শুরু হল।

এদিন শিলিগুড়িতে শিলা বৃষ্টি হয়। তার সাথে কালিম্পং, লাভাতে হালকা 'স্নো ফল' হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন উত্তর সিকিমের লাচেন, লাচুংয়ে বরফ পরে। তবে দু-একদিনের মধ্যে দার্জিলিং সহ সান্দাকফু অঞ্চলে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বরফ পড়ার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়তেই প্রচুর পর্যটক পাহাড়ে ভিড় করেছেন। কেননা বরফ পড়ার আনন্দটা বছর শেষে সব পর্যটকই উপভোগ করতে চান। দেশের পাশাপাশি বহু বিদেশি পর্যটক পাহাড় মুখী হয়েছেন। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ থেকেও বহু পর্যটক পাহাড়ে এবছর গেছেন "স্নো ফল" দেখতে। পর্যটকদের আনন্দ দিতে প্রকৃতি কতটা সদয় হন এখন সে দিকেই তাকিয়ে সবাই।