আলিপুরদুয়ারে উদ্ধার তিন লক্ষাধিক টাকার চোরাই কাঠ
আলিপুরদুয়ারে তিন লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ সহ দুই পাচারকারীকে আটক করল বীরপাড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া থানা এলাকার গারুচিরায় অভিযান চালায় বিএসএফ, বনদফতর ও বীরপাড়া থানার পুলিশ। সেখানেই উদ্ধার হয়েছে তিন লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ।উদ্ধার করা হয়েছে আরো বেশ কিছু মূল্যবান কাঠও।
বন দফতরের কর্মী , পুলিস ও এসএসবি যৌথ অভিযানেই এই উদ্ধার সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ। মাদারিহাটের বীরপাড়া থানার গারুচিরা এলাকা থেকে এই কাঠ উদ্ধারের পাশাপাশি এদিন গাড়ি চালক সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বন দপ্তর জানিয়েছে, ধৃত সারকি প্রধানের বাড়ি গারুচিরায়। গাড়ি চালক রাম ওঁরাও-এর বাড়ি বীরপাড়ায়। এই ঘটনার সঙ্গে বড়সড় কোন চক্রের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ফের কি সাংসদ পদে ফিরছেন মুকুল! টার্গেট অমর সিংয়ের আসন, বিজেপির অন্দরে তদ্বির মুকুলপন্থীদের
