For Quick Alerts
For Daily Alerts
সল্টলেকে পাচারের সময় ধরা পড়ল ২.৫৩ কোটি টাকার সোনা
গোয়েন্দা চোখ ফাঁকি দিতে গিয়ে সল্টলেকে পাচারের সময় ধরা পরল ২.৫৩ কোটি টাকার সোনা। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শনিবার বাংলাদেশ সীমান্ত হয়ে এই সোনা দেশে ঢোকে। ওই এলাকার তিন গরিব মহিলাকে টাকার লোভ দেখিয়ে সোনা পাচারকারীরা সোনা পাচার করছিল।

সম্প্রতি সেই সোনা পৌঁছে দিতে সল্টলেকে আসে তারা। গোপন সূত্রের খবর পেয়ে ওই অটোয় হানা দেয় গোয়েন্দারা। অটো চালক সহ তিন জনকে আটক করা হয়। পরে থানায় নিয়ে যাওয়া হয়।
দীর্ঘদিনের জেরার মুখে তারা পাচারের কথা স্বীকার করে নেন। অটোর টুল বক্স এর মধ্যে আটকানো কালো প্যাকেটে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়।