For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবজিতে হাত দিলেই ছ্যাঁকা, দোহাই বন্যা পরিস্থিতির, পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতার বাজারে অগ্নিমূল্য় সবজি, পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে নির্দেশ মুখ্যমন্ত্রীর ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

কাঁচা আনাজে হাত দিলেই হাতে ছ্যাঁকা লাগছে গৃহস্থের। কলকাতার সমস্ত বাজারগুলির অবস্থাই কমবেশি সমান। ব্য়বসায়ীরা অবশ্য দাম বাড়ার জন্য বন্যা পরিস্থিতিকেই দায়ী করছেন। কিন্তু কলকাতার বাজারে বেশিরভাগ কাঁচা সবজিই আসে দুই ২৪ পরগনা ও নদিয়া থেকে। কিন্তু এই জেলাগুলি বন্যা কবলিত নয়। তাহলে কেন দাম এত বেশি। গত একমাসের বেশি সময় ধরেই এই পরিস্থিতি চলছে।

সবজিতে হাত দিলেই ছ্যাঁকা, দোহাই বন্যা পরিস্থিতির, পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

হাতিবাগান, মানিকতলা, লেক মার্কেট হোক বা গড়িয়াহাট বাজার। গড়ে সব বাজারেই ৪০ টাকার নিচে কোনও সবজি পাওয়া যাচ্ছে না। পাইকারি ও খুচরো বাজারের পরিস্থিতি একইরকম। কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণ করতে ইতিমধ্য়েই টাস্ক ফোর্সকে নজরদারী চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেইসঙ্গে ব্যবসায়ী বন্যা পরিস্থিতির কারণ দেখিয়ে যাতে বাড়তি দাম নিতে পারেন সেদিকেও নজর দিতে বলা হয়েছে টাস্ক ফোর্সকে। খুচরো ও পাইকারি বাজারে দামের ফারাক কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের বন্যা কবলিত জেলাগুলিতেও এখন জল নেমে গিয়েছে। সেক্ষেত্রে ফসল নষ্ট হয়েছে ঠিকই কিন্তু কলকাতার বাজারে তার বিশেষ প্রভাব পড়ার কথা নয়।

সবজিতে হাত দিলেই ছ্যাঁকা, দোহাই বন্যা পরিস্থিতির, পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিকে দামের এউই তারতম্যে ক্ষুব্ধ কৃষকরাও। তাঁদের অভিযোগ, তাঁদের কাছ থেকে কাঁচা আনাজ কিনে খুচরো বাজারে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি দামে তা বিক্রি করা হচ্ছে। কৃষকদের ক্ষোভের বিষয়টিও নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে তোলা হয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই দামের ফারাক শীঘ্রই কমিয়ে আনা হবে বলে টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন :

English summary
Sky rocketing price of vegetables in Kolkata concers Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X