For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসিরহাটে উদ্ধার কঙ্কাল বিজেপি কর্মীর, দাবি সায়ন্তনের

বসিরহাটে উদ্ধার কঙ্কাল বিজেপি কর্মীর, দাবি সায়ন্তনের

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারির ১৫ তারিখ বসিরহাট মহকুমার সন্দেশখালির ডাঁসা নদীর টোঙতলার চর থেকে একটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছিল সিআইডি। বিজেপি নেতৃত্বের দাবি সন্দেশখালির ভাঙ্গিপাড়ার নিখোঁজ বিজেপি কর্মী দেবদাস মন্ডলের নরকঙ্কাল এটি। সেই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপির রাজ্য ও জেলার কয়েকজন প্রতিনিধি যান নিখোঁজ বিজেপি নেতার বাড়িতে।

বসিরহাটে উদ্ধার কঙ্কাল বিজেপি কর্মীর, দাবি সায়ন্তনের

সেখানে দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে কথা বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন নরকঙ্কালগুলি রাজ্যের গোয়েন্দা দপ্তর উদ্ধার করে নিয়ে গিয়েছে ফরেন্সিক ল্যাবরেটরি ও ডিএনএ পরীক্ষার জন্য।

নিখোঁজের পরিবার হাইকোর্টে মামলা করেছিল, আমরা আদালতে যাব যাতে সিবিআই তদন্ত হয়। রাজ্য সিআইডি তদন্ত করছে এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। আমি চাই পরিবার সঠিক বিচার পাক।

পাশাপাশি তিনি বলেন, সামনে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যারা টিকিট পাবে না তারা প্রশান্ত কিশোরকে পরিকল্পনা করে মারবে। রাস্তায় যেখানে সেখানে মারধর করবে। তাকে বাঁচানোর জন্য দিদির রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। তাহলে প্রশান্ত কিশোরের রাজনৈতিক কৌশলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কি পরোক্ষভাবে বিজেপিকে আসন্ন পৌরসভা নির্বাচনের ভয় পাচ্ছে? সব মিলিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন সায়ন্তন বসু।

এদিন সায়ন্তনের সঙ্গে ভাঙ্গিপাড়ায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ‍্য মহিলা মোর্চার সহ সভাপতি সঙ্ঘমিত্রা ব‍্যানার্জি, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ ও বিজেপি নেতা শান্তনু চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

English summary
Skeleton recovered in Basirhat is of BJP cadre, claims Sayantan Basu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X