For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিকারী-পরিবারে কি ফের পদ্মফুল ফুটবে, বাড়ির অদূরেই মোদীর সভা ঘিরে জল্পনা

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার অদ্যাবধি পরেই তাঁর ছোট ভাই সৌমেন্দুও তৃণমূল ছেড়ে পদ্মপতাকা হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু শুভেন্দুর পিতৃদেব শিশির অধিকারী এবং সেজভাই দিব্যেন্দু এখনও তৃণমূলে রয়ে গিয়েছেন।

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার অদ্যাবধি পরেই তাঁর ছোট ভাই সৌমেন্দুও তৃণমূল ছেড়ে পদ্মপতাকা হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু শুভেন্দুর পিতৃদেব শিশির অধিকারী এবং সেজভাই দিব্যেন্দু এখনও তৃণমূলে রয়ে গিয়েছেন। এরই মধ্যে নন্দীগ্রামে শুভেন্দু বিজেপির প্রার্থী হতেই তাঁর জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন শিশির। তবে কি এবার বিজেপিতেই তাঁর গন্তব্য?

এবার কি শিশির-দিব্যেন্দু যোগ দেবেন বিজেপিতে

এবার কি শিশির-দিব্যেন্দু যোগ দেবেন বিজেপিতে

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিকারী-গড় কাঁথিতে জনসভা করতে আসছেন। তার আগে জল্পনা তৈরি হয়েছে, এবার কি শিশির-দিব্যেন্দু যোগ দেবেন বিজেপিতে। মোদীর সভায় কি দেখা যাবে শুভেন্দু-পরিবারের বাকি দুই সদস্যকে? ভোটের মুখে এই যোগদান হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ

অধিকারী পরিবারে পদ্ম ফুটবে রামনবমীর আগে

অধিকারী পরিবারে পদ্ম ফুটবে রামনবমীর আগে

২০২০-র ডিসেম্বরে সমস্ত চেষ্টা বৃথা করে শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। তারপরই পূর্ব মেদিনীপুরের ভোটচিত্র রাতারাতি বদলে গিয়েছিল। শুভেন্দুর হাত ধরে ভাঙন তীব্রতর রূপ নিয়েছিল। তৃণমূলের হেভিওয়েট বহু নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু নিজের পরিবার নিয়ে বলেছিলেন তাঁর পরিবারেও পদ্ম ফুটবে রামনবমীর আগে।

শিশিরের যোগদানে অন্য মাত্রা পেতে পারে ভোট

শিশিরের যোগদানে অন্য মাত্রা পেতে পারে ভোট

শুভেন্দুর দাবির পরই শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার রামনবমীর আগে বাকি দুই সদস্য বিজেপিতে যোগ দেন কি না, সেটাই দেখার। শিশির অধিকারী এখনও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। তারপর তিনি তৃণমূলের সাংসদ। ফলে নন্দীগ্রামের ভোটের আগে শিশিরের যোগদান অন্য মাত্রা পেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

শুভেন্দু-সৌমেন্দুর বিজেপিতে যোগদানের পর

শুভেন্দু-সৌমেন্দুর বিজেপিতে যোগদানের পর

শুভেন্দু যতদিন তৃণমূলে ছিলেন শিশির অধিকারী ছিলেন জেলা সভাপতি। শুভেন্দু-সৌমেন্দুর বিজেপিতে যোগদানের পর শিশির অধিকারীকে সভাপতির পদ থেকে সরিয়ে চেয়ারম্যান করে দেওয়া হয়। তার আগে শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয় শিশির অধিকারীকে।

শিশির-দিব্যেন্দুকে কি দেখা যাবে বিজেপির মঞ্চে

শিশির-দিব্যেন্দুকে কি দেখা যাবে বিজেপির মঞ্চে

আর দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা শুরু হয় তিনি লোকসভার অধ্যক্ষকে চিঠি লেখার পর। দিঘায় সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাঁকে। সেইসময় তাঁর সঙ্গে একান্তে কথাও হয় প্রধানমন্ত্রীর। এবার প্রধানমন্ত্রী আসছেন অধিকারী-গড় কাঁথিতে। বাড়ির অদূরে ওই সভায় শিশির-দিব্যেন্দুকে দেখা যায় কি না বিজেপির মঞ্চে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

English summary
Sisir and Dibyendu Adhikari are speculated to join in BJP before Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X