For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অধিকারী সম্ভ্রমে' আঘাত, 'কাঁথি' বনাম 'কালীঘাট'-এর লড়াইয়ে পদ্মফুলে শিশিরবিন্দু!

Google Oneindia Bengali News

গতকাল খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন 'আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে।' সভার শেষ হতে না হতেই কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। তারপরই আজ সকালে কাঁথির বাড়িতে গিয়ে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে একপ্রস্থ বৈঠক করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা কাঁথি জ়োনের পর্যবেক্ষক জ্যোতির্ময় মাহাত৷

বৈঠকের সময় বাড়িতে উপস্থিত ছিলেন শুভেন্দু

বৈঠকের সময় বাড়িতে উপস্থিত ছিলেন শুভেন্দু

ঘনিষ্ঠ সূত্রে খবর, সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও৷ যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করেছেন জ্যোতির্ময় মাহাত৷ আজ সকাল ১০টা নাগাদ অধিকারী পরিবারের বাড়ি কাঁথির শান্তিকুঞ্জে আসেন জ্যোতির্ময় মাহাত ৷ ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই সময় বাড়িতে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী৷

সরগরম জেলার রাজনীতি

সরগরম জেলার রাজনীতি

আজ এক ঘণ্টার বেশি সময় ধরে শুভেন্দুসহ অধিকারী পরিবারের অপর তিন সদস্যের সঙ্গে বৈঠক করেন ওই বিজেপি সাংসদ৷ বৈঠক শেষে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু৷ এই ঘটনার পর থেকে অধিকারী পরিবারের অবস্থান নিয়ে সরগরম জেলার রাজনীতি৷

শুভেন্দুর বক্তব্যের পাল্টা পদক্ষেপ

শুভেন্দুর বক্তব্যের পাল্টা পদক্ষেপ

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, 'গতকাল শুভেন্দুর ওই বক্তব্যের পাল্টা সৌমেন্দুকে কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার জেরে তৃণমূল-অধিকারী পরিবারের ফাটল আরও চওড়া হল৷ যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করছেন জ্যোতির্ময় মাহাত ৷ বৈঠক শেষে বাড়ি থেকে বেরিয়ে সাংসদ জানান, 'আমি এই জ়োনে বিজেপির পর্যবেক্ষক৷ তাই বিজেপির অপর কার্যকর্তার বাড়িতে চা পান অস্বাভাবিক নয়৷'

নন্দীগ্রামে জ্যোতির্ময় সিং মাহাত

নন্দীগ্রামে জ্যোতির্ময় সিং মাহাত

এদিকে নন্দীগ্রামে আহত বিজেপি কর্মীদের দেখতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালেও যান পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাত। সঙ্গে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ও স্থানীয় নেতৃত্ব। হাসপাতালে এসে তিনি আহত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন।

উত্তর কোরিয়ার মতো শাসন ব্যবস্থা বাংলায়

উত্তর কোরিয়ার মতো শাসন ব্যবস্থা বাংলায়

হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবি জানান। পরে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, 'উত্তর কোরিয়ায় যেভাবে শাসন ব্যবস্থা চলে, বাংলাতেও একইরকম শাসন ব্যবস্থা চলছে। তবে বিজেপির কার্যকর্তাদের এভাবে দমিয়ে রাখা যাবে না।'

<strong>চিন-পাক 'ষড়যন্ত্রে' কাশ্মীরকে যুক্ত করতে চাইছেন মেহবুবা! পিডিপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক</strong>চিন-পাক 'ষড়যন্ত্রে' কাশ্মীরকে যুক্ত করতে চাইছেন মেহবুবা! পিডিপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক

English summary
Sisir Adhikari met Purulia's BJP MP Jyotirmoy Mahto after Suvendu predicted it on tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X