For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশির বিজেপির পতাকা নিলেন না, অমিতের মঞ্চে গিয়ে মমতাকে তাৎপর্যপূর্ণ বার্তা

শিশির বিজেপির পতাকা নিলেন না, অমিতের মঞ্চে গিয়ে মমতাকে তাৎপর্যপূর্ণ বার্তা

Google Oneindia Bengali News

শুভেন্দুর কথা মেনে শিশির অধিকারী অমিত শাহের সভায় গেলেন ঠিকই, কিন্তু বিজেপির পতাকা হাতে তুলে নিলেন না। বিজেপিতে যোগ দিলেন কিন্তু প্রথা মেনে বিজেপির পতাকা না নিয়ে তিনি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুখে বললেন, আমাকে তো ঠেলে পাঠিয়ে দেওয়া হল বিজেপিতে।

পরিবারকে বেনজির আক্রমণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে শিশি্র

পরিবারকে বেনজির আক্রমণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে শিশি্র

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারী ও তাঁর পরিবারের আদ্যশ্রাদ্ধ করা হচ্ছিল। নিত্য আক্রমণ করা হয়েছে কটূ কথায়। শিশির অধিকারী দলের জেলা সভাপতি ছিলেন, তা থেকে সরিয়ে তাঁকে চেয়ারম্যান করা হয়েছিল। ছিলেন সাংসদও। কিন্তু তাঁর পরিবারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তিনি আর তৃণমূলে সক্রিয় হতে পারেননি।

গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন না কংগ্রেসি ঘরানার শিশির

গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন না কংগ্রেসি ঘরানার শিশির

শিশির অধিকারী ব্যথিত হৃদয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপির মঞ্চে গেলেন। কিন্তু এগরায় অমিত শাহের সভামঞ্চে উপস্থিত হয়েও গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন না কংগ্রেসি ঘরানার এই প্রবীণ রাজনীতিক। তিনি অমিত শাহের আগে বক্তব্য রাখলেন, নিশানা করলেন মমতাকে।

গেরুয়া পতাকা নিলেন না, মমতাকে প্রচ্ছন্ন বার্তা শিশিরের

গেরুয়া পতাকা নিলেন না, মমতাকে প্রচ্ছন্ন বার্তা শিশিরের

বিজেপির পতাকা ছাড়াই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন শিশির অধিকারী। তিনি শুভেন্দুর প্রতি আস্থা প্রদর্শন করেছিলেন আগেও। ৮২ বছর বয়সে দলবদল করলেন। জল্পনার অবসান ঘটিয়ে একুশের নির্বাচনের আগে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। তবে সবুজ শিশির গেরুয়া পতাকা নিলেন না। মমতাকে প্রচ্ছন্ন বার্তাই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দু যেদিন বিজেপিতে, সেদিনই শিশির অধিকারী বিজেপিতে

শুভেন্দু যেদিন বিজেপিতে, সেদিনই শিশির অধিকারী বিজেপিতে

শিশির অধিকারী বিজেপির পতাকা না নেওয়ায় তিনি যোগদান করলেন কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। সেই ধন্দ নিজেই সরিয়ে দিলেন শিশির অধিকারী। তিনি মঞ্চ থেকে নেমেই বলে দিলেন আমাকে ঠেলে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হল। আর বিজেপিতে নতুন করে যোগদানেরই বা কী আছে, শুভেন্দু যেদিন বিজেপিতে যোগদান করেছে, সেদিনই তো যোগদান হয়ে গিয়েছে আমারও।

শিশির অধিকারী সরকারিভাবে বিজেপির স্বপ্ন পূরণ করে দিলেন

শিশির অধিকারী সরকারিভাবে বিজেপির স্বপ্ন পূরণ করে দিলেন

এদিন অমিত শাহের মঞ্চে গিয়ে শিশির অধিকারী সরকারিভাবে বিজেপির স্বপ্ন পূরণ করে দিলেন। তৃণমূলের সমান হবার স্বপ্নপূরণ হল বিজেপির। শিশির অধিকারীর যোগদানে বিজেপি তৃণমূলের সমান হল পাটিগাণিতিক নিয়মে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল। তৃণমূল পেয়েছিল ২২টি আসন।

কোন অঙ্কে বিজেপি হল তৃণমূলের সমান, এবার এগনোই লক্ষ্য

কোন অঙ্কে বিজেপি হল তৃণমূলের সমান, এবার এগনোই লক্ষ্য

একুশের নির্বাচনের আগে দলবদলের হিড়িকে তৃণমূল সংসদ সুনীল মণ্ডল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলস্বরূপ তৃণমূল কমে দাঁড়িয়েছিল ২১ আর বিজেপি ১৯। এবার কাঁথির তৃণমূল সাংসদ শুভেন্দুর পিতৃদেব শিশির অধিকারী বিজেপিতে যোগদান করায় তৃণমূল হল ২০, বিজেপিও ২০। দিব্যেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে মমতার দলকে টেক্কা দিয়ে ২১-১৯ ব্যবধানে এগিয়ে যাবে গেরুয়া শিবির।

বাংলার উন্নয়ন, স্বপ্নে লাথি মারতে দেব না! বাঁকুড়ায় মমতার উদ্দেশে বিস্ফোরক মোদীবাংলার উন্নয়ন, স্বপ্নে লাথি মারতে দেব না! বাঁকুড়ায় মমতার উদ্দেশে বিস্ফোরক মোদী

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Sisir Adhikari doesn’t take BJP’s flag to go on Amit Shah’s stage before West Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X