For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-বিরোধী লড়াইয়ে তাস এবার জহর-সুস্মিতা, শিশির-দিব্যেন্দুকে নিয়ে চমক তৃণমূলের

মোদী-বিরোধী লড়াইয়ে তাস এবার জহর-সুস্মিতা, শিশির-দিব্যেন্দুকে নিয়ে চমক তৃণমূলের

Google Oneindia Bengali News

এবারই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার আর সদ্য প্রাক্তন মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জহর সরকার ও সুস্মিতা দেবকে মোদী বিরোধী লড়াইয়ে তুরুপের তাস বানাতে সংসদীয় কমিটিতে রাখা হল। সেইসঙ্গে চমক দেওয়া হল শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে নিয়েও।

জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে শিশির-দিব্যেন্দুকে নিয়ে

জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে শিশির-দিব্যেন্দুকে নিয়ে

শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হয়েছিল জল্পনার বাতাবরণ। তাঁরা কোন দলের সঙ্গে রয়েছেন তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। শিশির অধিকারী খাতায়-কলমে তৃণমূলের সাংসদ। তিনি অমিত শাহের সভায় গিয়ে বিজেপির সমর্থনে বক্তব্য রেখে এসেছিলেন। শুধু বিজেপির পতাকা হাতে তুলে নেননি। আর দিব্যেন্দু অধিকারী বিজেপির মঞ্চে না গেলেও বারবার জল্পনার বাতাবরণ তৈরি করেছেন।

অধিকারীরাও এবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন?

অধিকারীরাও এবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন?

শিশির অধিকারীর সংসদ পদ নিয়েও তাঁর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একাধিকবার চিঠি দিয়েছে তৃণমূল। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। দিব্যেন্দু অধিকারীও দূরত্ব বাড়িয়েছে তৃণমূলের সঙ্গে। তারপরও দু-জনকে সংসদীয় কমিটিতে রাখা হল তৃণমূল সাংসদ হিসেবে। এই সিদ্ধান্তে চাঞ্চল্যও তৈরি হয়েছে। শুরু হয়েছে জল্পনাও। তবে কি অধিকারীরাও এবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন?

পিতা-পুত্রের তৃণমূল সাংসদ হিসেবে সহাবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন

পিতা-পুত্রের তৃণমূল সাংসদ হিসেবে সহাবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন

বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে গ্রামোন্নয়ন মন্ত্রকের স্থায়ী কমিটিতে রাখা হয়েছে। আর শুভেন্দু-অনুজ দিব্যেন্দু অধিকারীকে রাখা হয়েছে রসায়ন-সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে। পিতা-পুত্রের তৃণমূল সাংসদ হিসেবে এই সহাবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। তৃণমূল অবশ্য এ বিষয়ে কোনও বিশেষ প্রতিক্রিয়া দেয়নি।

স্থায়ী কমিটিতে কে কোন মন্ত্রকে স্থান পেলেন তৃণমূলের সাংসদরা

স্থায়ী কমিটিতে কে কোন মন্ত্রকে স্থান পেলেন তৃণমূলের সাংসদরা

একইসঙ্গে তৃণমূলে সদ্য নির্বাচিত দুই সাংসদ জহর সরকরা ও সুস্মিতা দেবকেও সংসদের স্থায়ী কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তথ্য-প্রযুক্তি মন্ত্রকের স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জহর সরকার। আর শিক্ষী ও ক্রীড়া মন্ত্রকের স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন সুস্মিতা দেব। তৃণমূলের অপর এক সাংসদ নাদিমূল হককে তথ্য-প্রযুক্তি মন্ত্রক থেকে সরিয়ে পরিবহণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে আনা হয়েছে।

তৃণমূলের দাবি মেনে স্থায়ী কমিটির পুনর্গঠন সংসদে

তৃণমূলের দাবি মেনে স্থায়ী কমিটির পুনর্গঠন সংসদে

এছাড়া আরও কয়েকটা পরিবর্তন হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে। ডেরেক ও'ব্রায়েনকে পরিবহণ মন্ত্রক থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আনা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটিতে আছেন। তৃণমূল দীর্ঘদিন ধরেই স্থায়ী কমিটির পুনর্গঠনের দাবি জানাচ্ছিল। সেই মোতাবেক স্থায়ী কমিটি পুনর্গঠিত হল।

তৃণমূলের সংসদীয় কমিটির চেয়াপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সংসদীয় কমিটির চেয়াপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, তৃণমূলের সংসদীয় কমিটির চেয়াপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হলেও সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত তৃণমূলের। তিনি সাতবারের সাংসদ এবং তিনবারের মুখ্যমন্ত্রী। তাই সংসদীয় ও পরিষদীয় অভিজ্ঞতাকে কাজে লাগাতে তৃণমূলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিকারী-পরিবারের সদস্যরাও পিছুটানে কি তৃণমূলমুখী!

অধিকারী-পরিবারের সদস্যরাও পিছুটানে কি তৃণমূলমুখী!

এদিন সংসদয়ী কমিটি পুনর্গঠনের পর সবথেকে আলোচিত ও জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শিশির ও দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ হিসেবে স্থায়ী কমিটিতে তাঁদের জায়গা করে নেওয়ার পিছনে রাজনৈতিক মহল অন্য সমীকরণ খুঁজতে শুরু করেছে। সম্প্রতি রাজ্য বিজেপিতে ভাঙন লেগেই রয়েছে। বিজেপির বিধায়ক-সাংসদরা ফিরছেন তৃণমূলে। এবার কি তবে অধিকারী-পরিবারের সদস্যরাও পিছুটানে তৃণমূলমুখী হতে চলছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Sisir Adhikari and Dibyendu Adhikari increases speculation getting place in Parliamentary Committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X