For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি মরতে চাই না, বিচারকের কাছে কাতর আর্জি বিধ্বস্ত সৃঞ্জয়ের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ককক
কলকাতা, ৩০ নভেম্বর: আমি মরতে চাই না। আমাকে মেরে ফেলবেন না। কাতর কণ্ঠে বিচারকের কাছে এই আবেদন জানালেন সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সারদা-কাণ্ডে গত ২১ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই পরিচিত মুখ তথা 'সংবাদ প্রতিদিন' পত্রিকার সম্পাদক সৃঞ্জয় বসু। তিনি সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে নানা সময় মোটা টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। তাই সিবিআই তাঁকে হেফাজতে নিয়েছে।

গতকাল আলিপুর আদালতে তোলা হয় সৃঞ্জয়বাবুকে। দৃশ্যতই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। তিনি বিচারক কিংশুক সাধুখাঁকে হাতজোড় করে বলেন, "স্যার, আমার ৩৮ বছর বয়স। কিন্তু এই বয়সেও নানা রোগে ভুগছি আমি। আমার শরীর খুবই খারাপ। রক্তচাপ বারবার ওঠানামা করছে। আজ আদালতে আসার আগেও ১৫০/১১০ রক্তচাপ ছিল। আমি মরতে চাই না। দয়া করে আমাকে মেরে ফেলবেন না। আমার ভবিষ্যৎ নষ্ট করবেন না। আমি গৃহবন্দি থাকতেও রাজি আছি।"

কিন্তু সিবিআইয়ের আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করেন। বলেন, উনি প্রভাবশালী ব্যক্তি। বাইরে বেরোলে প্রমাণ লোপাট করতে পারেন। সিবিআই আপাতত ওঁকে আর হেফাজতে নিতে চায় না। তা বলে ছেড়ে দেওয়ায় ঠিক নয়। সব শুনে বিচারক জামিনের আর্জি খারিজ করে ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

English summary
Sir, I don't want to die, Srinjoy Bose appealed to judge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X