For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বন্ধু ‘চলে গেল তবুও অজানা সন্ধ্যা মুখোপাধ্যায়ের, লতা মঙ্গেশকরের প্রয়াণে সঙ্গীত মহল শোকস্তব্ধ

‘বন্ধু ‘চলে গেল তবুও অজানা সন্ধ্যা মুখোপাধ্যায়ের, লতা মঙ্গেশকরের প্রয়াণে সঙ্গীত মহল শোকস্তব্ধ

  • |
Google Oneindia Bengali News

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি সঙ্গীত থেকে বলিউড ইন্ডাস্ট্রি। ২৭ দিনের লড়াইয়ে মৃত্যুর কাছে হার মানলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে গত ৮ জানুয়ারি ভর্তি হয়েছিলেন গায়িকা লতা মঙ্গেশকর। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার আইসিইউতে রাখা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাও করা হচ্ছিল। কিন্তু রবিবার তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী-সহ দেশের অগনিত ভক্ত।

‘বন্ধু ‘চলে গেল তবুও অজানা সন্ধ্যা মুখোপাধ্যায়ের, লতা মঙ্গেশকরের প্রয়াণে সঙ্গীত মহল শোকস্তব্ধ


একদিকে মৃত্যুর সুঙ্গে লড়াই করছেন 'গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। কোভিড আক্রান্ত হয়ে তিনিও হাসপাতালে ভর্তি। যদিও তিনি এখন করোনা থেকে মুক্ত কিন্তু তিনি খুব দুর্বল। গায়িকা অসুস্থ থাকায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি।

অনেকের মতে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি লতা মঙ্গেশকরের গানের জগতে খুব রেষারেষি ছিল। কিন্তু এক সাক্ষাত্কারে তিনি বলে ছিলেন, ;তিনি আর লতা খুব ভালো বন্ধু। পাঁচের দশক থেকে শুরু হওয়া সম্পর্কে কখনও কোন ভাঙন ধরেনি। তাঁরা একসঙ্গে অনেক গানে ডুয়েট গেয়েছেন। গায়িকা হিসাবে তাঁরা দু’জন দু’জনকে খুব শ্রদ্ধা করতেন।' লতাজি মৃত্যুতে যাতে তিনি কোনওভাবে কষ্ট না পেয়ে এই অসুস্থ অবস্থায় তাই তাঁকে গায়িকার মৃত্যুর খবর দেওয়া হয়নি।

সুদীপ কংগ্রেস না তৃণমূলের দিকে ঝুঁকে? বিজেপির ভাঙনে বদলে যাবে ত্রিপুরার সমীকরণসুদীপ কংগ্রেস না তৃণমূলের দিকে ঝুঁকে? বিজেপির ভাঙনে বদলে যাবে ত্রিপুরার সমীকরণ

গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যাইয়ের চিকিৎসকদের অধীনে আছেন। মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানান, 'ওনি করোনা মুক্ত হলেও শারীরিক ভাবে এখনও পুরোপুরি সুস্থ হননি। তাই লতাজির মৃত্যুর খবর ওনাকে দেওয়া একেবারেই দেওয়া ঠিক নয়। বর্তমানে উনি সুস্থ আছেন কিন্তু খুব দুর্বল।'

আগের মাসের ২৭শে জানুয়ারি থেকে কোভিড আক্রান্ত হয়ে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই সঙ্গে ছিল ফুসফুসে সংক্রমণও। বাড়িতে পড়ে গায়িকার ভেঙেছে কোমরের হাড়ও, সেই সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও।

English summary
Lata Mangeshkar's death was not reported to Sandhya Mukherjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X