For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত নির্মলা মিশ্র

বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, চেতলায় শিল্পীর নিজের বাড়িতেই মৃত্যু হয়। নির্মলা মিশ

  • |
Google Oneindia Bengali News

বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, চেতলায় শিল্পীর নিজের বাড়িতেই মৃত্যু হয়। নির্মলা মিশ্রের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে।

প্রয়াত নির্মলা মিশ্র

শিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্মলা মিশ্রের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন বহু শিল্পীই। নির্মলা মিশ্রের মতো একজন শিল্পীর চলে যাওয়া বাংলায় সঙ্গীত জগতে অনেকটাই ক্ষতি। বলছেন তাঁর অনুরাগীরা। শুধু বাংলা শিল্পী জগতই নয়, শোকে বিহ্নল নির্মলা মিশ্রের পরিবারও। পরিবারের এখন তাঁর স্বামী রয়েছেন। রয়েছেন পুত্র এবং পুত্রবধূ।

পরিবার সূত্রে খবর, আজ শনিবার রাতে সার্দান অ্যাভিনিউ-এর এক বেসরকারি হাসপাতালেই শায়িত থাকবে শিল্পীর দেহ। রবিবার সকাল ১০টা নাগাদ রবীন্দ্রসদনে নির্মলা মিশ্রের দেহ নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। সেখানেই তাঁর অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানা গিয়েছে।

রবীন্দ্র সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন বলে জানা যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন নির্মলা মিশ্র। একাধিকবার চিকিৎসার জন্যে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। বেশ কয়েক বার হৃদরোগে আক্রান্তও হন তিনি। তাও মনে র জোরে উঠে দাঁড়িয়েছিলেন।

কিন্তু গত কয়েকদিন আগে হঠাত করেই নির্মলা মিশ্রের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। আজ শনিবার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। ক্রমশ শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সব শেষ। রাত ১২ টা পাঁচ নাগাদ প্রয়াত হল নির্মলা মিশ্র।

English summary
Singer Nirmala mishra breathed her last at kolkata tonight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X