For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবচেয়ে বড় কমিউনিস্ট মমতা! কানার থেকে ঝাপসা ভাল, তৃণমূল প্রার্থীর প্রচারে বললেন নচিকেতা

সব চেয়ে বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । দুর্গাপুর পূর্বের তৃণমূল (trinamool congress) প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী (nachiketa

  • |
Google Oneindia Bengali News

সব চেয়ে বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । দুর্গাপুর পূর্বের তৃণমূল (trinamool congress) প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী (nachiketa chakraborty)। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বিজেপির (bjp) সঙ্গে তুলনায় ঘাসফুল শিবিরকেই সমর্থনের কথা জানিয়েছেন।

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নচিকেতা

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নচিকেতা

নচিকেতা চক্রবর্তী দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে প্রচারে নেমেছিলেন। দুর্গাপুর পুরসভা ২৫ নম্বর ওয়ার্ডে তিনি সভাও করেন। দীর্ঘদিন পরে নচিকেতা চক্রবর্তীকে তৃণমূলের মঞ্চে দেখা গেল।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রশংসা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নচিকেতা চক্রবর্তী মমতার বন্দ্যোপাধ্যায় ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর চোখে দেখা সব থেকে বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বাংলা ও বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির সুরক্ষা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে পারেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তাও তাদের হয়ে প্রচারে কেন? নচিকেতা চক্রবর্তী বলেন, কানার চেয়ে ঝাপসা ভাল।

তৃণমূলের প্রচারে তারকারা

তৃণমূলের প্রচারে তারকারা

তৃণমূলের ঝুলিতে রয়েছে দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। তাঁরা এবার প্রচার করেছেন, কিংবা করছেন। এছাড়াও তৃণমূল একের পর এক তারকা প্রার্থীকে ভোটের ময়দানে নামিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তীর মতো অনেকেই। তাঁরা নিজেদের এলাকায় প্রচার করেছেন। এবার নির্বাচনে না দাঁড়ানো নচিকেতা চক্রবর্তী তৃণমূলের হয়ে প্রচারে নামলেন।

আগেও তৃণমূলের মঞ্চে নচিকেতা

আগেও তৃণমূলের মঞ্চে নচিকেতা

সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ও নচিকেতা চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে। এরপর ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলে, রেলের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। তারপর পরিবর্তনের স্লোগানেও তাঁকে দেখা গিয়েছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে তাঁকে ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছে। পাশাপাশি তাঁকে কাটমানি নিয়েও গান করতে দেখা গিয়েছিল। গিটার হাতে নচিকেতা গেয়েছিলেন, খেয়েছেন যারা কাটমানি, দারার অথবা দিদিমনি, এসেছে সময় গতিময়, দাঁত ক্যালাতে ক্যালাতে ফেরৎ দিন। মন্ত্রী অথবা আমলা, জনরোষ এবার সামলা।

মানতে হবে করোনা বিধি, রাজনৈতিক দলগুলিতে হুঁশিয়ারি দিয়ে চিঠি কমিশনের, তৃণমূলের দাবি খারিজমানতে হবে করোনা বিধি, রাজনৈতিক দলগুলিতে হুঁশিয়ারি দিয়ে চিঠি কমিশনের, তৃণমূলের দাবি খারিজ

English summary
Singer Nachiketa Chakraborty praises Mamata Banerjee and TMC comparing BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X