For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের 'বার্তা'য় নতুন সমীকরণের ইঙ্গিত

মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। মায়ের মতো। একসঙ্গে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্য কিংবা পর্যটন যে কোনও বিষয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। মায়ের মতো। একসঙ্গে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্য কিংবা পর্যটন যে কোনও বিষয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং। তবে তিনি এনডিএ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি চামলিং।

মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের বার্তায় নতুন সমীকরণের ইঙ্গিত

বছর খানেক আগে দার্জিলিং-এর চিত্রটা ছিল আলাদা। এলাকাতেই পালিয়ে বেরাচ্ছিল বিমল গুরুং। সেই সময় গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবল চামলিং। এনিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন তিনি। সিকিমে শান্তি আনতে পথ বাতলে দিয়েছিলেন তিনি। সেই সময় সিকিম সরকারের সহ্গে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্কের অবনতি হয়।

এবছরের মার্চে পরিস্থিতি বদল হতে শুরু করে। উত্তরকন্যায় মুখোমুখি বৈঠকে বসেছিলেন সিকিম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে দুজনেই জানিয়েছিলেন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এদিন সেই কথা উল্লেখ করে চামলিং বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। মায়ের মতো। একসঙ্গে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্য কিংবা পর্যটন যে কোনও বিষয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের বার্তায় নতুন সমীকরণের ইঙ্গিত

একইসঙ্গে কেন্দ্র বিরোধী বেশ কিছু কথা শোনা গিয়েছে, এই এনডিএ শরিকের গলায়। ডোকলাম নিয়ে চিনের সঙ্গে বিরোধ হলেও, তিনি কিছুই জানতেন না বলে মন্তব্য করেছেন। রাজ্যের অংশ হলেও পুরো বিষয়টি তিনি সংবাদমাধ্যমে জানতে পেরেছেন বলে মন্তব্য করেছেন চামলিং।

[আরও পড়ুন:পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী]

সিকিমকে দেওয়া সাহায্য নিয়েও কেন্দ্র বিরোধী সুর চামলিং-এর গলায়। তাঁর অভিযোগ, সিকিমের উন্নয়নে বাড়তি টাকা চেয়েও তিনি পাননি। এছাড়া নর্থ-ইস্ট কাউন্সিলের সদস্য হিসেবে সিকিম সব থেকে কম টাকা পায় বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি][আরও পড়ুন: ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি]

তবে তিনি এনডিএ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি চামলিং। লোকসভায় চামলিং-এর দলের একজন মাত্র সদস্য রয়েছে।

[আরও পড়ুন: আরও কড়া হোক এইচ-১বি ভিসা আইন: মার্কিন ইমিগ্রেশন সার্ভিসেস-এর ডিরেক্টর][আরও পড়ুন: আরও কড়া হোক এইচ-১বি ভিসা আইন: মার্কিন ইমিগ্রেশন সার্ভিসেস-এর ডিরেক্টর]

English summary
Sikkim's CM Pawan Chamling is praising West Bengal CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X