For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর ‘স্মার্ট’-তোপে বিদ্ধ বাবা

বাবার হাত ধরেই বাংলার রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল ছেলে শুভ্রাংশু রায়ের। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেও ছেলে শুভ্রাংশু দল ছাড়েননি, রয়ে গিয়েছেন ‘পিসি’র দলেই।

Google Oneindia Bengali News

বাবার হাত ধরেই বাংলার রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল ছেলে শুভ্রাংশু রায়ের। তখন তৃণমূলে সেকেন্ড ইন কম্যান্ডের মর্যাদা পেতেন মুকুল রায়। এখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। ছেলে শুভ্রাংশু বাবার সঙ্গে দল ছাড়েননি, রয়ে গিয়েছেন 'পিসি'র দলেই। তবু বাবার বিরুদ্ধে এতদিন রা কাটেননি তিনি। এতদিন পর বিজেপি নেতা মুকুল রায়কে একহাত নিলেন ছেলে শুভ্রাংশু।

মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর ‘স্মার্ট’-তোপে বিদ্ধ বাবা

[আরও পড়ুন:নোয়াপাড়া সিনড্রোম-এ 'ভয়'! উপনির্বাচনে নিজেদের এই প্রার্থীকে বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব][আরও পড়ুন:নোয়াপাড়া সিনড্রোম-এ 'ভয়'! উপনির্বাচনে নিজেদের এই প্রার্থীকে বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব]

বুধবার এক প্রশ্নের উত্তপে শুভ্রাংশ সাফ জানিয়ে দেন, বিজেপি নেতা হয়ে কোনওদিন বাংলার মানুষের মন জয় করতে পারবেন না মুকুল রায়। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি এবার আক্রমণ করে বসলেন বাবাকেই। একেবারে সরাসরি বাবার নাম করে তিনি জানালেন, বাংলার মানুষের মন জয় করা বিজেপির পক্ষে অসম্ভব। মুকুল রায়ও বাংলার মানুষের মন পাবেন না।
উল্লেখ্য, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসে এক ঘরে হয়ে গিয়েছিলেন শুভ্রাংশু। তাঁকে নিয়ে নানা কথান্তর হয়েছে। তৃণমূল নেতারাই তাঁকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছিলেন। তবু নানা নিন্দা-মন্দ শুনেও তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেননি।

তিনি জানিয়েছিলেন, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন। তৃণমূল টিকিট না দিলে সাধারণ কর্মী হয়েই তিনি থাকবেন। কারণ তিনি তৃণমূলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে। তৃণমূল কংগ্রেস নেতারা তাঁকে নিয়ে সন্দেহ প্রকাশ করায় সরাসরি ক্ষোভ উগরে দিয়েছিলেন শুভ্রাংশু। এমনকী তিনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।

এবার তিনি বিজেপি নেতা মুকুল রায়কে সরাসরি আক্রমণ শানিয়ে বুঝিয়ে দিলেন, তিনি কতটা নিষ্ঠাবাণ তৃণমূলের প্রতি। তিনি বুঝিয়ে দিলেন মুকুল রায় তাঁর বাবা, সেটা ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু রাজনৈতিক সম্পর্কের নিরিখে বাবা যখন বিরোধী দলে, তখন রাজনৈতিক আক্রমণ তিনি শানাবেন। অর্থাৎ রাজনৈতিকভাবে মুকুল রায়কে মোকাবিলা করতে তিনি প্রস্তুত।

মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর ‘স্মার্ট’-তোপে বিদ্ধ বাবা

[আরও পড়ুন: 'মুক্তি' পেলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ, কোন শর্তে 'মুক্ত' তিনি][আরও পড়ুন: 'মুক্তি' পেলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ, কোন শর্তে 'মুক্ত' তিনি]

এদিন তাই উত্তর ২৪ পরগনার এক অনুষ্ঠানে শুভ্রাংশু জানালেন, বাংলার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের স্থান বাংলার মানুষের হৃদয়ে। সেই বাংলার মানুষের মন কখনই জয় করতে পারবেন না মুকুল রায়, জয় করতে পারবে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাতেই বাংলা প্রগতির পথে এগিয়ে চলবে।

বাবার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, স্মার্টফোনের লোভ দেখিয়ে বাংলার মানুষের মন জয় করা যায় না।। তা অচিরেই বুঝতে পারবে বিজেপি। স্মার্টফোনের লোভ দেখিয়ে প্রধানমন্ত্রীর মন জয় করা যায়, বাংলার মানুষের মন জয় করা যায় না। বাংলার মানুষের মন উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে।

এদিন বাবা মুকুল রায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করলেও, তিনি মামা সৃজন রায়কে প্রতারক বলে মানতে নারাজ। তিনি মামার গ্রেফতারি প্রসঙ্গে বলেন, মনে হয় না এমন কোনও ঘটনা ঘটাতে পারেন তাঁর মামা। আমি চাই নিরপেক্ষ তদন্ত হোক।

English summary
Shuvranshu Roy attacks Mukul Roy that he will not win the mind of Bengal’s people, He says, Bengal’l people are in behalf of development, behalf of Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X