For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিক হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী শ্রুতি! রাজ্যের রাজনীতি নিয়ে যা বলছে সে

ইচ্ছে রাজনীতিক হওয়ার। সুযোগ পেলে রাজনীতিক হয়ে সমাজ বদলের স্বপ্ন দেখে সে। এমনটাই জানিয়েছে মাধ্যমিকে ষষ্ঠস্থানের অধিকারী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের শ্রুতি সিংহ মহাপাত্র।

  • |
Google Oneindia Bengali News

ইচ্ছে রাজনীতিক হওয়ার। সুযোগ পেলে রাজনীতিক হয়ে সমাজ বদলের স্বপ্ন দেখে সে। এমনটাই জানিয়েছে মাধ্যমিকে ষষ্ঠস্থানের অধিকারী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের শ্রুতি সিংহ মহাপাত্র।

রাজনীতিক হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী শ্রুতি! রাজ্যের রাজনীতি নিয়ে যা বলছে সে

নিজের চোখে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন দেখেছে সে। রাজনীতির ভালো মন্দও দেখছে। বুঝতেও পারছে সে। সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের সুফল কুফলও সে দেখেছে। উত্থান-পতন দেখেছে রাজনৈতিক দলগুলির। আর এসব দেখে মনের মধ্যে দাগ কেটেছে শ্রুতির মনে।

বাঁকুড়া শহরের মিশন গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল শ্রুতি। ৬৮৪ নম্বর পেয়ে প্রথম দশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে।
শ্রুতি বাবা স্কুলশিক্ষা দপ্তরে কর্মরত। দিদি শ্রেয়াও বর্তমানে ডাক্তারি পড়ছে। সদা সর্বদা পড়াশোনা নিয়েই ব্যস্ত শ্রুতি। তবে পড়াশোনার বাইরে দাগ কেটেছে রাজনীতিও।
কিন্তু এই বয়সে হঠাৎ রাজনীতিক হওয়ার ইচ্ছে কেন ? শ্রুতির স্পষ্ট জবাব, সে কাগজ পড়ে, টিভি দেখে। আগেকার রাজনৈতিক পরিস্থিতি সে দেখেছে। এখনও দেখছে। জোরের সঙ্গে শ্রুতি বলে, সে বদলে দেওয়ার স্বপ্ন দেখে।
কিন্তু কী বদলাতে চায় শ্রুতি ? প্রশ্নের উত্তরে শ্রুতি জানিয়েছে, রাজনীতিতে শুধু হানাহানি হিংসা রক্তপাত দেখেছে সে। রাজনৈতিক আদর্শ তলানিতে চলে যাচ্ছে শিক্ষার অভাবে। রাজনীতির জন্যও শিক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেছে মাধ্যমিকে ষষ্ঠস্থানাধিকারী।
পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলে সে রাজনীতিতে মন দেবে। এটাই তার স্বপ্ন। জানিয়েছে শ্রুতি। আপাতত উচ্চশিক্ষায় মন দেবে সে।
ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছায় বাবা-মায়েরও কোনও বাধা নেই। শ্রুতির ইচ্ছেতেই তাঁদের ইচ্ছে। রাজনীতিক হলেও আপত্তি নেই বাবা কালীপদ সিংহ মহাপাত্রের। বরং উৎসাহ আর প্রেরণাই জোগাবেন, জানিয়েছেন তিনি।

English summary
Shruti shingha Mahapatra of Bankura secures Sixth place in Madhyamik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X