For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈশাখের দহনে জ্বলছে দক্ষিণবঙ্গ, তুষারপাত সান্দাকফুতে, প্রকৃতির চরম বিপরীত চিত্রে কোন ইঙ্গিত

বৈশাখের দহনে জ্বলছে দক্ষিণবঙ্গ, তুষারপাত সান্দাকফুতে, প্রকৃতির চরম বিপরীত চিত্রে কোন ইঙ্গিত

Google Oneindia Bengali News

একদিকে বৈশাখের তীব্র দহনে জ্বলছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির ছিঁটেফোঁটা রেশ নেই। সেখানে পাহাড়ে ভিন্ন ছবি ধা পড়ল। গতকাল রাত থেকে তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুরে। ভরা বৈশাখে সান্দাকফুতে তুষারপাতে বেশ চমকে গিয়েছেন আবহাওয়াবিদরাও। হঠাৎ করে এতোটা তাপমাত্রা সচরাচর কমার কথা নয়। কারণ তুষারপাতের জন্য মাইনাস তাপমাত্রা হতে হয়। এপ্রিল মাসে সেটা হওয়া সম্ভব নয়। হয়তো সেই কারণেই উত্তরবঙ্গের একাধিক জেলায় গতকাল প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। একাধিক গাছ উপড়ে পড়েছে। ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে।

বৈশাখের দহনে নাজেহার দক্ষিণ

বৈশাখের দহনে নাজেহার দক্ষিণ

মার্চ মাস থেকেই এবার গরম পড়তে শুরু করেছে । মার্চ মাসেই রাজ্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছিল। বিশেষ করে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করে। এমনকী মার্চে শেষে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। এপ্রিল মাসে সেই পারদ আরও চড়বে বলে আগে থেকেই সতর্ক করেছিল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে তীব্র দহন

দক্ষিণবঙ্গে তীব্র দহন

দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে তীব্র দহন শুরু হয়েছে। তারমধ্যেই চলছে ভোট। বৈশাখে ঝড় বৃষ্টি হলেও এখনও পর্যন্ত তেমন বড় কোনও কালবৈশাখীর দেখা মেলেনি। কয়েকটি জেলায় সাময়িক ঝড় বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু তাতে তাপমাত্রার পতন তেমন হয়নি। বেলা বাড়তেই গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। গরমের সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতা জনিত কারণে বাড়ছে অস্বস্তিতও। হাওয়া অফিস আগে থেকেই সতর্ক করে বলেছেন, এপ্রিলে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

সান্দাকফুতে তুষারপাত

সান্দাকফুতে তুষারপাত

এই তীব্র দহনের মাঝেই প্রকৃতির বিপরীত ছবি দেখা গেল সান্দাকফুতে। একই রাজ্যে দুই প্রান্তে গরমের দুই ছবি। গতকাল রাত থেকেই তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। আজ সকালেও চলছে তুষারপাত। অসমে তুষারপাতের ঘটনায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন। সান্দাকফুতে শীতকালেও তুষারপাতের ছবি সবসময় দেখা যায়না। সেজায়গায় এপ্রিল মাসে যে সময় পাহাড়েও তাপমাত্রা বাড়তে শুরু করে সেখানে হঠাৎ করে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন।

তুষারপাত উত্তরাখণ্ডে

তুষারপাত উত্তরাখণ্ডে

এদিকে আবার শুরু সান্দাকফুতে নয়। তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ, ঘাঙ্গারিয়া, মানা গ্রামে তুষারপাত হয়েছে। সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে বদ্রীনাথে। বরফের পুরু চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা।

প্রতীকী ছবি

English summary
Show fall in Sandakphu Darjeeling Kolkata at April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X