For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল্পনা উড়িয়ে পুরভোটে শোভনকেই মুখ করে এগোবে বিজেপি, ইঙ্গিত রাহুল সিনহার

জল্পনা উড়িয়ে পুরভোটে শোভনকেই মুখ করে এগোবে বিজেপি, ইঙ্গিত রাহুল সিনহার

Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার দাপুটে মেয়র, মমতার ঘনিষ্ঠ কানন থেকে পদ্ম শিবিরের শোভন চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই রাজনৈতিক মহলে। বিজেপিতে যোগ দেওয়ার পরে ফের তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। আদৌ তিনি বিজেপিতে রয়েছেন কিনা তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। এরই মাঝে আবার বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছে কলকাতায় পুরভোটে শোভনকেই মুখ করছে বিজেপি।

শোভনই মুখ বিজেপির

শোভনই মুখ বিজেপির

এবার পুরভোটে বিজেপির মুখ হতে চলেছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মমতা ঘনিষ্ঠ কাননকে কলকাতায় পুরভোটে বিজেপি মুখ করতে চলেছে বলে জানিয়েছেন রাহুল সিনহা। যদিও দলের অন্দরে শোভনের গুরুত্ব নিয়ে ধন্ধ রয়েছে। কিন্তু পুরভোটে শোভনের অভিজ্ঞতা অনেক বেশি সেকারণেই তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

বিজেপিতে শোভন

বিজেপিতে শোভন

পারিবারিক অশান্তি রাজনৈতিক পর্যায়ে চলে যাওয়ায় বান্ধবী বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভ চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের ঠিক আগেই দল বদলের হিড়িকে গা ভাসিয়ে তিনিও বিজেপি শিবিরে গিয়ে ভেঁড়েন। মমতার সঙ্গে সম্পর্কে তিক্ততা নিয়ে একাধিকবার প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি। তারপরে আবার মমতার সঙ্গে দেখা করেন শোভন। তাই নিয়ে আবার ফের তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়।

পুরভোটে কোমর বেঁধে নামছে বিজেপি

পুরভোটে কোমর বেঁধে নামছে বিজেপি

পুরভোটই অ্যাসিড টেস্ট তাই কোনও ত্রুটি রাখতে চায় না পদ্মশিবির। প্রথম থেকেই তোরজোর শুরু হয়ে গিয়েছে। প্রার্থী বাছাইয়েও চলছে বাছাই। মেপে মেপে পা ফেলছেন কৈলাস বিজয়বর্গীয়রা। মুকুলকে পুরসভা নির্বাচনী কমিটির আহ্বায়ক করে তৃণমূলের বিক্ষুব্ধদের ভাঙানোর চেষ্টা চলছে। মোটের উপর বিধানসভা ভোটের আগে পুরভোট টানটান উত্তেজনায় হতে চলেছে রাজ্যে।

English summary
Shovon chatterjee will be the face of municipal election in Kolkata says BJP leader Rahul Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X